ফেনীতে আজ তিন দিনব্যাপী আবাসন মেলা শুরু । বীকন রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে শহরের শান্তি কোম্পানি সড়ক সংলগ্ন বীকন ছিদ্দিক স্কয়ারে এ মেলার আয়োজন করা হয়েছে। ফেনীতে প্রথম এই আবাসন মেলাটির উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী। এ উপলক্ষে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানান, ‘সবার জন্য সবখানে’ স্লোগানে উজ্জীবিত বীকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বীকন রিয়েল এস্টেট ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে আবাসন সংকট নিরসনে কাজ করে যাচ্ছে। বীকন গ্রুপের মার্কেটিং ডিরেক্টর ও মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. নুরুল আফসার বলেন, স্বল্প খরচে বীকনে প্লট অথবা ফ্ল্যাট কিনার সুযোগ রয়েছে।
এ ক্ষেত্রে সাংবাদিকদের সর্বাধিক ছাড় দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।
বীকন গ্রুপের ডিরেক্টর আ ন ম আবদুর রহিম ও জালাল উদ্দিন বাবলু সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তারা জনান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। প্রথম দিনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন বেলা ১১টায় কসমোপলিটন হাসপাতালের উদ্যোগে চিকিত্সক ও সুধী সমাবেশ ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শনিবার সমাপনী দিনেও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রয়েছে। উদ্যোক্তরা আরও জানান, মেলায় আগত দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় উপহার থাকবে।
এ ছাড়া কসমোপলিটন হাসপাতালের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প থাকবে। এখানে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা থাকবে বলে তারা জানান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।