ফেনী জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে যৌথবাহিনী জামায়াত-শিবির কর্মী সন্দেহে ৯ জনকে আটক করছে। গতকাল বুধবার রাতে এ অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৬ জনকে সদর উপজেলা, ২ জনকে পরশুরাম উপজেলা এবং ১ জনকে সোনাগাজী উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিভিন্ন উপজেলার পুলিশ পরিদর্শকরা আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন চৌধুরীকে (৪৮) গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীরা ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ এলাকায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এই সময় তারা একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও একটি পিকআপ ভ্যানসহ ৫টি যানবাহন ভাঙচুর করে।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, মো. হুমায়ুন চৌধুরী একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।