আমাদের কথা খুঁজে নিন

   

কুমিল্লা সিটি নির্বাচন মনোনয়নপত্র কিনলেন সংগীতশিল্পী আসিফ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপদে সংগীতশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ আকবর গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র কিনেছেন। এ সময় তাঁর সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একটি অংশের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আসিফ বলেন, ‘সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুল হক মেয়র পদে নির্বাচন করলে আমি প্রার্থী হব না। বিএনপি সমর্থন দিলে তাঁর জেতার সম্ভাবনা রয়েছে। এর ওপর রয়েছে আওয়ামী লীগের চতুর্মুখী দ্বন্দ্ব।

এ অবস্থায় মনিরুল নির্বাচন করলে তাঁর জন্য মাঠে কাজ করব। ’ আসিফ আরও বলেন, কুমিল্লায় এখন বিএনপির নেতৃত্বে দ্বন্দ্ব রয়েছে। তবে ব্যাপক সমর্থন ও ভোটার রয়েছে দলটির। নির্বাচন করলে বিএনপি ভালো করবে। আজ বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন।

এদিকে আসিফ ছাড়াও গতকাল মেয়র পদে দুজন মনোনয়নপত্র কিনেছেন। তাঁরা হলেন চঞ্চল কুমার ঘোষ ও মো. হাসানুল আলম। এ ছাড়া গতকাল সাধারণ কাউন্সিলর পদে ছয়জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, গতকাল পর্যন্ত মেয়র পদে ১৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া এখন পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ২০টি এবং সংরক্ষিত কাউন্সিলর পদে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে।

তবে মেয়র পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।