এক দিনের জন্য নায়ক হতে চাই । বাস্তবতা এবং প্রয়োজনের বিস্তার কখনো জীবনকে রংধনুর আলোকচ্ছটায় বর্ণিল করে কখনোবা প্রখর সূর্যের কিরণে সেই রংধনু মুহূর্তেই বিলীন হয়ে যায়। তেমনই এক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে আনন্দপুরের আদুরির জীবনে। আর এ নাটকে আদুরি চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি। বিশ্ব এইডস দিবস উপলক্ষে নির্মিত 'আনন্দপুরের আদুরি' বিশেষ নাটকটি পরিচালনা করেছেন এস এম আকতার।
অভিনয় শিল্পীরা হলেন আ খ ম হাসান, প্রাণ রায়, শামীম জামান, শেলী আহসান। এ প্রসঙ্গে ছবি বলেন, এইচআইভি একটি মারাত্মক ব্যাধি। এইডস সম্পর্কে আমাদের জানার ব্যাপ্তির ঘাটতি আছে। কাজটি করে ভালো লাগছে। নাটকটি এটিএন বাংলা চ্যানেলে বিশ্ব এইডস দিবস উপলক্ষে প্রচার হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।