উপায় নাই গোলাম হোসেন ! শিরোনামটা ফেসবুক পাওয়া লেখাটি থেকে ধার করে নিলাম । সাথে গল্পটিও যুক্ত করলাম। খুবই মর্মস্পর্শী ......... এই লেখাটি পরে মন অনেক খারাপ হয়ে গেল...। সত্যিই মা কি জিনিস তা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। অনেক সময় না বুঝেই মার সাথে খারাপ আচরণ করি।
কিন্তু মার থেকে ভাল আমাদের আর কেউই বাসবে না কোনদিন ও না। আমি ঠিক বুঝি না কি করে মানুষ তার নিজের জন্মদাতা পিতা-মাতা কে ওল্ড-হোমে এ রেখে আসে । তারা কি এক বার ও চিন্তা করে না তাদের জন্মের পর থেকে বাবা-মারা কত কষ্ট করে লালন পালন করেছে। বৃদ্ধ বয়সে তাদের কে ওল্ড-হোমে পাঠিয়ে দেয়া কি তারই প্রতিদান???
যদিও কথা গুলো ইমেজ আকারে থাকা গল্পের সাথে পুরাপুরি সম্পর্কিত না তবুও মনের অনুভূতি গুলো শেয়ার করলাম। আর হ্যাঁ ইমেজ আকারে থাকা গল্পটা অবশ্যই পড়বেন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।