আমাদের কথা খুঁজে নিন

   

কনকাকাফে মেক্সিকোকে হারিয়ে চমক পানামার

উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেও হয়েছে অঘটন। ক্যারিবীয় অঞ্চলের অপরিচিত এক দল মার্তিনিকের কাছে ১-০ গোলে হেরে গেছে টুর্নামেন্টের ২০০০ সালের চ্যাম্পিয়ন কানাডা। পানামার পক্ষে জোড়া গোল করে মেক্সিকানদের হতাশায় ডোবান গ্যাব্রিয়েল তোরেস। যুক্তরাষ্ট্রের প্যাসাডেনা শহরের রোজ বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল দুটি করেন তোরেস। সপ্তম মিনিটে ডি বক্সের মাঝে পানামার আলবার্তো কুইনতেরোকে মেক্সিকোর রাউল জিমেনেজকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তোরেসের সফল পেনাল্টি এগিয়ে দেয় পানামাকে। প্রথমার্ধের ইনজুরি সময়ে সতীর্থ ইসরায়েল জিমেনেজের পাস থেকে ডান পায়ের দারুণ শটে মেক্সিকোকে সমতায় ফেরান মার্কো ফ্যাবিয়ান। ফলে জয়ের স্বপ্ন নিয়েই বিরতিতে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সে স্বপ্ন ধুলোয় মিশে যায়। তোরেসের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় ফিফা র‌্যাঙ্কিংয়ের ৫১তম দল পানামার।

মেক্সিকোর অবস্থান ২০ তম। দুই বছর পর পর অনুষ্ঠিত এই প্রতিযোগিতার এবারের আসরে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- উত্তর আমেরিকার মেক্সিকো, কানাডা ও স্বাগতিক যুক্তরাষ্ট্র, ক্যারিবীয় অঞ্চলের কিউবা, ত্রিনিদাদ ও টোবাকো, হাইতি ও মার্তিনিকে এবং মধ্য আমেরিকার কোস্টারিকা, হন্ডুরাস, এল সালভাদর, বেলিজ ও পানামা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।