ছয়টি অলিম্পিক সোনার মালিক এই জ্যামাইকান সময় নিয়েছেন ১৯.৭৩ সেকেন্ড। পেছনে ফেলেছেন স্বদেশি ওয়ারেন উইয়ার (১৯.৯২) ও ফ্রান্সের ক্রিস্টোফার লেমেতকে।
গত জুনে অসলো মিটেও এ ইভেন্টে প্রথম হয়েছিলেন বোল্ট। প্যারিসে জেতার পর ২৬ বছর বয়স্ক এই স্প্রিন্টার বলেন, “আমি নিজেকে নিয়ে খুশি। কিন্তু এখনও কয়েকটি ভুল শোধরানো নিয়ে কাজ করতে হবে আমাকে।
”
পুরো ফিট থাকলে কেউ তাকে হারাতে পারবে না বলে আত্মবিশ্বাসী বোল্ট।
“আমি যখন খুব ভালো অবস্থায় থাকি, কেউ আমাকে পিছনে ফেলতে পারবে না। আমি জানি আমার সামর্থ কতটুকু। ”
তবে চোটগ্রস্ত থাকলে বা ফর্ম না থাকলে তিনিও যে হারতে পারেন তাও মনে করিয়ে দিলেন বোল্ট। কয়েকদিন আগে করা মন্তব্যটি আবারও করলেন, “আমি অজেয় নই।
”
১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ডের অধিকারী বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের টাইসন গে গত মাসে মার্কিন ট্রায়ালে ১৯.৭৪ সময় নিয়ে বছর সেরা টাইমিং গড়েছিলেন। গত বৃহস্পতিবার লুসানেতে বছরের দ্বিতীয় সেরা সময়ে ১০০ মিটারও জেতেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।