মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এ মানববন্ধনে পার্বত্য ভিক্ষু সংঘ, খাগড়াছড়ির সর্বস্তরের বৌদ্ধ নরনারী অংশ নেন।
এ সময় বক্তব্য দেন পার্বত্য বৌদ্ধ মিশনের অধ্যক্ষ সুমনালংকার মহাথের, শরনার্থী নেতা সন্তোষিত চাকমা (বকুল), সাবেক জেলা পরিষদের সদস্য বিনোদ বিহারী চাকমা, বৃহত্তর পার্বত্য বড়ুয়া বৌদ্ধ সংঘের সভাপতি রূপন কান্তি বড়ুয়া, তেজবংশ থের, প্রবীণ শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসা, সুকৃতি রঞ্জন খীসা, নন্দবীর মহাস্থবির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের বুদ্ধগয়া মন্দিরে এ হামলা মানবতাবাদী সকল মানুষকে আহত করেছে।
এ ধরনের হামলাকারীদের বিরুদ্ধে সকল বিবেকবান মানুষকে জেগে ওঠার আহ্বান জানান তারা।
গত রোববার (৭ জুলাই) ভোরে বিহারের বুদ্ধগয়ায় সন্ত্রাসীদের সিরিজ বোমা হামলায় দুই বৌদ্ধভিক্ষুসহ অন্তত পাঁচজন আহত হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।