আমাদের কথা খুঁজে নিন

   

স্নাতকে উপবৃত্তি পেল শেরপুরের শতাধিক ছাত্রী

মঙ্গলবার শেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আতিউর রহমান আতিক।
এদিন সদর উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ১০৪ জন ছাত্রীর মাঝে চেক বিতরণ করা হয়। শিক্ষার্থীরা প্রত্যেককে এক বছরের জন্য ৪ হাজার ৯০০ টাকা করে উপবৃত্তি পেয়েছেন।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশীষ চন্দ্র করের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরীন ফারজানা, জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সুরঞ্জন রায়।
জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, প্রত্যেক ছাত্রী মাসিক ২০০ টাকা হারে এক বছরের জন্য ২ হাজার ৪০০ টাকা, বই কেনা বাবদ এক হাজার ৫০০ টাকা এবং পরীক্ষার ফি বাবদ এক হাজার টাকাসহ একত্রে ৪ হাজার ৯০০ টাকা করে পাচ্ছেন।
উপবৃত্তি প্রাপ্তরা তাদের প্রতিষ্ঠানে বিনামূল্যে পড়বেন। এজন্য সরকার ওই শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রীপ্রতি বছরে ৭২০ টাকা করে দেবে।
শিক্ষা কর্মকর্তা জানান, এ বছরই প্রথম সারাদেশে এক লাখ ৩৩ হাজার ২৫২ জন স্নাতক পর্যায়ের ছাত্রীর জন্য সরকার ৭৫ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.