আমাদের কথা খুঁজে নিন

   

এফটিএ চুক্তি সইয়ে তুরস্কের আগ্রহ

সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি নেসার মাকসুদ খানের সঙ্গে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত হোসেন মোফতুগুল দেখা করে এ কথা বলেন।
ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তুরষ্কের সরকার বাংলাদেশের সঙ্গে এফটিএ চুক্তি স্বাক্ষরের বিষয়ে অত্যন্ত আগ্রহী এবং এ থেকে বাংলাদেশি ব্যবসায়ীরা ইউরোপের বাজারে তুরস্কের জন্য বিদ্যমান জিএসপি সুবিধা ভোগ করে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে।
মোফতুগুল দু’দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অন্যদের মধ্যে ডিসিসিআই পরিচালক আবুল হোসেন, রিজওয়ান-উর রহমান, আব্দুস সালাম এবং মো. শোয়েব চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.