আমাদের কথা খুঁজে নিন

   

টিউলিপ-ক্রিসের বিয়ের উপহার পথশিশুদের জন্য

রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে এ ইচ্ছার কথা জানান নবদম্পতি। এজন্য ইতোমধ্যে স্ট্রিট ওয়াইজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে বলেও জানান ক্রিস।
বাংলাদেশে বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে শিক্ষাসহ নানা ধরনের সেবা দিয়ে থাকে স্ট্রিট ওয়াইজ নামের প্রতিষ্ঠানটি।
পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যামে ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে এই অনুষ্ঠানে বাঙালি সাজে বর ও কনের পাশে ছিলেন টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা। টিউলিপের খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুই পরিবারের ঘনিষ্ঠরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্প্রতি টিউলিপ-ক্রিসের বিয়ে হলেও বাঙালি কনের ব্রিটিশ বরের পুরো নাম জানা যায় এ অনুষ্ঠানেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ক্রিস বর্তমানে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তা।
শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ লেবার পার্টির একজন সক্রিয় কর্মী। পড়াশোনা করেছেন ইউসিএল ও কিংস কলেজে। লন্ডনের অভিজাত এলাকা হ্যাম্পস্টেডে থাকেন তিনি।


তার বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী ছাড়াও উপস্থিত হন বেশ কয়েকজন ব্রিটিশ এমপি। ব্রিটেনের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি কীথ ভাজ, এমপি ফ্রাংক ডবসন, এমিলি থর্নবেরি, জিম ফিটজপ্যাট্রিক ও জেরমি করবিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ছাড়াও লন্ডনে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয়রা উপস্থিত হন অনুষ্ঠানে। অন্তত সাড়ে তিনশ’ অতিথির সমাগম ঘটে সেখানে।
শেখ রেহানা বলেন, এটি একটি অনাড়ম্বর বাঙালি বিয়ের অনুষ্ঠান, কমিউনিটির সবাইকে নিয়ে এর আয়োজন।

উপস্থিত সবার কাছে মেয়ে-জামাইয়ের জন্য দোয়া চান তিনি।
অনুষ্ঠানে বর-কনের জন্য করা মঞ্চে উঠেই সবার উদ্দেশ্যে সালাম দেন ক্রিস। প্রথমে নিজের পুরো নাম বলেন তিনি। এরপর অনুষ্ঠানে আসায় সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তুমুল করতালি দিয়ে নবদম্পতিকে স্বাগত জানান অতিথিরা।


এরপর কথা বলেন নববধূ।
“আমার বর যখন বাংলায় বক্তব্য দিলেন, তখন আমাকে ইংরেজিতেই বলতে হয়,” বলে নিজের কথা শুরু করেন তিনি।
স্বামীর মতোই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য উপস্থিত সহকর্মী, স্কুলের বন্ধবান্ধব, পরিবারের সদস্য ও অতিথিদের তিনি ধন্যবাদ জানান।
বিয়েতে উপস্থিত হয়ে দোয়া করায় খালা শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান টিউলিপ।
নবদম্পতির জন্য সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, “টিউলিপের বিয়ের জন্যই আমি এখানে এসেছি।

আমার একমাত্র ছোট বোন রেহানা। তার মেয়ের বিয়েতে না এসে আমি পারি না। ”
রুশনারা আলী বলেন, “আমার নির্বাচনী প্রচারে টিউলিপ অনেক সহযোগিতা করেছেন। সেই থেকে আমরা অনেক ঘনিষ্ঠ। ”
টিউলিপকে ছোট বোন সম্বোধন করে তার সুখী জীবন কামনা করেন রুশনারা।


এর আগে কঠোর নিরাপত্তায় অতিথিদের বিয়ের হলে ঢুকতে দেয়া হয়। এ সময় পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।  
ইম্প্রেশন ইভেন্টস ভ্যেনুর পরিচালক হাবিবুর রহমান হাবিব ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।