আমাদের কথা খুঁজে নিন

   

মারেকে নাইট খেতাব দিতে সুপারিশ ক্যামেরনের

রোববার বৃটিশদের ৭৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯৩৬ সালের পর প্রথম বৃটিশ হিসেবে উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন অ্যান্ডি মারে। ফাইনালে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচকে হারানো মারে পরদিন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
সাক্ষাত শেষে ক্যামেরন বলেন, এ ধরনের সম্মান (নাইটহুড)স্বাধীন কমিটির মাধ্যমে দেয়া হয়। কিন্তু সত্যি বলতে কি আমি আর কাউকে (অ্যান্ডি মারে ছাড়া) এখন এ সম্মান দেয়ার উপযুক্ত মনে করছি না।
ব্রিটিশ খেলোয়াড় হিসেবে ফ্রেড পেরির ৭৭ বছর পর ম্যারের উইম্বলডন শিরোপা জেতার দিনটির কথা স্মরণ করে ক্যামেরন বলেন, “অ্যান্ডি মারে, ব্রিটিশ টেনিস আর ব্রিটেনের জন্য এটা ছিল চমৎকার একটা দিন।”
ক্যামেরনের নাইটহুড দেয়ার সুপারিশের কথা জেনে মারে বলেন, “এ রকম চমৎকার কিছু পেলে তো খুবই ভালো। কিন্তু আমি জানি না উইম্বলডন জিতে এটা পাওয়া যায় কিনা।”
ব্রিটেনের রানি সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্বকে নাইট খেতাব দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন ও অলিম্পক পদক জেতা সাইক্লিস্ট ব্র্যাডলি উইগিনস।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।