আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে কত মাসে বছর?

এক বন্ধুর কথায় প্রায় ৩ মাস আগে ব্লগ পড়া শুরু করি। সামু ও সোনার বাংলাই পড়া হয়। অনেক কিছু জানলাম ব্লগ থেকে। অনেক মজার মজার পোস্ট, সিরিয়াস ইস্যু, রাজনীতিসহ আরোও অনেক কিছু। সেখান থেকে ব্লগ লেখার ইচ্ছা হয়।

নতুন করে বাংলা লিখা শেখা হয়। প্রায় দুই মাস আগে অ্যাকাউন্ট খোলার পর জানতে পারি যে আমাকে মন্তব্য করার সুযোগ দেয়া হবে যদি আমার কোন ব্লগ প্রথম পাতায় আসে। ৪টা ব্লগ এখন পর্যন্ত লিখলাম যার একটাও প্রথম পাতায় আসে নাই। কাইকে উদ্দেশ্য করে নয়, আমার ব্লগের থেকেও অনেক ফালতু পোস্ট প্রথম পাতায় দেখেছি। ব্যাপারটা কী।

সামু কতৃপক্ষকে ৩/৪ বার সমস্যার কথা জানালাম কোন খবর-ই নাই। পরে লক্ষ্য করলাম আমার স্ট্যাটাস এ এই মন্ত্যব্য করা আছে। সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।

আমার প্রশ্ন ৭ দিন কী শেষ হয় নাই? বছর কত মাসে এখানে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।