আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব মামার সাহায্যে যেভাবে গার্লফ্রেন্ড আর বসকে পটাইলাম(একটি শিক্ষামুলক পোস্ট)

বিশেষ দ্রষ্টব্য - আগেই বলে নিচ্ছি নিম্নলিখিত পদ্ধতি কেউ এপ্লাই করলে নিজ দায়িত্বে করবেন । পরে কিন্তু ২ নাম্বারি শিখাইসি কয়া আমারে দোষ দিতে পারবেন না ঘটনা- ১ : বিবিএ শেষ করে কোনও জব পাইতেসিলাম না । উপায়ান্তর না দেখে একটা ব্যাংক এর রিটেইল এ ঢুকে যাই। জয়েন করার পরে বুঝি কি ভুল করসি । পেইন কাকে বলে,কত প্রকার ও কি কি তা এক মাসেই শিখা গেলাম ।

যাইহোক ওই কথায় আর যাবনা । আমাদের নিত্যদিনের রুটিন ছিল সকালে রিপোর্ট করে বের হয়ে যাওয়া , বিকালে আবার রিপোর্ট করে বাসায় ফিরা। তো একদিন শরীর ভাল লাগছিলনা না তাই বাসায় চলে আসলাম । বিকালে বস দিল কল । কি বলব বলব ভাবতে ভাবতেই কলটা কেটে গেল(শরীর খারাপ ছিল সকলের দৈনন্দিন অজুহাত,তাই সত্যি শরীর খারাপ হলেও তা কেও বিশ্বাস করতনা)।

কি বলা যায় ভাবতে ভাবতে হঠাত মাথায় একটা প্ল্যান এল। http://www.youtube.com/watch?v=s3BzHO0mT5s উপরের ভিডিও টা চালায় বস কে দিলাম ফোন । বললাম বস উত্তরা গেসিলাম জরুরি একটা মিটিং এ। এখন পইরা গেসি জামে । আজ বোধয় বিকালে আসতে পারতেসিনা ।

বস তো হেব্বি খুশি । পোলা অনেক কাম করে । আমারে ছুটি মঞ্জুর কইরা দিল । এরপর থেইকা ইউটিউবরে খুব ভালা পাই । ঘটনা- ২ : প্রতিদিন রাত ১২ টার পর আমার বউ আমার সাথে কথা না বইলা ঘুমায়না ।

রাতে কল দিয়া শুরু করে দুনিয়ার আদর যত্ন । রাতে ঠিকমতন খাইসো তো!! শুইসো ?? তারাতারি ঘুমাও । পিসি অফ করো....... (সে ভাবে পিসি তার সতীন) ইত্যাদি ইত্যাদি । সেইদিন রাতে একটা নতুন পোস্ট লিখতেসিলাম । আমার জান ( ) তো কিসুতেই বুঝেনা ।

না তুমি পিসি বন্ধ করো । আমিও না পাইরা কইলাম করতেসি । আমার বউ আবার সেরের উপর সোয়া সের । আমারে কয় না আমি তোমারে বিশ্বাস করিনা । আমারে শাট ডাউন সাউন্ড শুনাও ।

পরলাম বিপদে । মাইনকার চিপায় পইরা হঠাত মনে পরল ইউটিউব মামার কথা http://www.youtube.com/watch?v=Gb2jGy76v0Y উপরের ভিডিও দিলাম চালায়া । জান আমার বড্ড খুশি । কয় আমার জামাই কত্ত ভাল !!! যা বলি তাই শুনে ....... আজকাল একটু টেক্টফুল না হইলে আসলেই চলা যায়না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.