রেজিষ্ট্রেশন :
মানিবুকারস এ রেজিষ্ট্রেশন অত্যন্ত সহজ, যা কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। মানিবুকারসের নিরাপত্তা জোরদার করার জন্য এটি প্রত্যেক ব্যবহারকারীকে তিনটি পদ্ধতিতে যাচাই করে থাকে। এগুলো হচ্ছে - ঠিকানা যাচাই, ব্যাংক একাউন্ট যাচাই এবং ক্রেডিট/ডেবিট কার্ড যাচাই। প্রথম দুটি অতি গুরত্বপূর্ণ।
ঠিকানা যাচাই
লগইন করার পর My Account পৃষ্ঠায় Account Status অংশ থেকে Address Verify লিংকে ক্লিক করুন।
পরবর্তী পৃষ্ঠায় আপনার ঠিকানাটি দেখাবে, এরপর "Send me a verification letter" বাটনে ক্লিক করুন। মানিবুকারস আপনার ঠিকানায় একটি চিঠি পাঠাবে। চিঠিটি আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। চিঠিতে আপনাকে ছয়টি সংখ্যার একটি কোড পাঠানো হবে। কোডটি পাবার পর সাইটে লগইন করে "My Account" > "Profile" পৃষ্ঠায় গিয়ে আপনার ঠিকানার পাশের "Verify" লিংকে ক্লিক করুন।
তারপর সেই কোডটি জমা দিন। এরপর আপনি মানিবুকারসের মাধ্যমে অর্থ লেনদেন শুরু করতে পারবেন।
তবে এ পদ্ধতিতে সমস্যা হলো চিঠি আসতে ১-২মাস লাগে। তাই তাড়াতাড়ি করতে চাইলে ম্যানুয়ালি ঠিকানা ভেরিফাই করতে হবে। তার জন্য আপনার ঠিকানা এবং নাম উল্লেখ আছে এমন কোন ডকুমেন্টস (কারেন্ট বিল বা ব্যাংক সার্টিফিকেট) সংগ্রহ করতে হবে।
তারপর My Account পৃষ্ঠায় বামপাশে Email support ক্লিক করুন। সেখান থেকে Account/Security ট্যাবে গেলে "You have requested information and/or documents from me"লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন, এবার Upload documents সিলেক্ট করে কারেন্ট বিল বা ব্যাংক সার্টিফিকেট আপলোড করুন,তবে ব্যাংক সার্টিফিকেট হলে ভাল হয়। এবার নিচের টেক্টক বক্সে লিখুন আপনি ম্যানুয়ালি একাউন্ট ভেরিফাই করতে চান লিখে সাবমিট করুন।
অথবা
ঠিকানায় ইমেইল এটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন।
ইমেইলের Subject হিসেবে Manual Address Verification উল্লেখ করুন এবং তাদেরকে জানিয়ে দিন তারা যেন Manually আপনার Address যাচাই করে নেয়।
ব্যাংক একাউন্ট
মানিবুকারস থেকে আপনার ব্যাংকে অর্থ উত্তোলন করতে হলে My Account থেকে প্রথমে একটি ব্যাংক যোগ করে নিন। এক্ষত্রে আপনার ব্যাংকের SWIFT কোড, ব্যাংকের ঠিকানা, আপনার ব্যাংক একাউন্ট নাম্বার ইত্যাদি দিতে হবে। মানিবুকারসে ব্যাংক একাউন্ট যোগ করার সাথে সাথে আপনি ব্যাংকে অর্থ উত্তোলন করতে পারবেন। তবে এক্ষেত্রে মানিবুকারস আপনার ব্যাংক একাউন্টটি যাচাই করতে বলবে।
ব্যাংক একাউন্ট যাচাই করার জন্য ব্যবহারকারীর ব্যাংক থেকে মানিবুকরসের একাউন্টে সামান্য পরিমাণ অর্থ (২০ডলার) প্রেরণ করতে হয়।
৫দিনের মধ্যে টাকা চলে আসবে। এখন আপনাকে ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট বা মিনি স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে, তাতে মানিবুকারস থেকে যে টাকা এসেছে তা উল্লেখ থাকতে হবে। আর যদি আপনার ব্যাংক যদি ইন্টারনেট ব্যাংকি সার্পোট করে(যেমন ব্রাক ব্যাংক) তাহলে লগইন করে সেখান থেকে যে পেজে ট্রানজেকশন গুলো আছে মানিবুকারস ট্রানজেকশন সহ, সেটা স্নাপসট নিয়ে ইমেজ হিসেবে রাখুন।
এবার
ঠিকানায় ইমেইল এটাচমেন্ট করে এগুলো পাঠিয়ে দিন।
ইমেইলের Subject হিসেবে Manual Account Verification উল্লেখ করুন এবং তাদেরকে জানিয়ে দিন বাংলাদেশ থেকে যেহেতু কোন টাকা মানিবুকারসে পাঠানো সম্ভব নয় তাই আপনি ব্যাংক স্টেটমেন্ট এবং সংশ্লিষ্ট কাগজের স্ক্যান কপি ইমেইলের সাথে পাঠাচ্ছেন। তারা যেন Manually আপনার ব্যাংক একাউন্ট যাচাই করে নেয়।
এরপর ৫দিন অপেক্ষা করুন। তারা এর মধ্যে জানিয়ে দিবে Account Verification এর ব্যাপারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।