দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ উৎসর্গঃ নোবেলবিজয়ী_টিপু
ব্লগের জন্য ফেসবুকের একটা লোগো দরকার ছিল। তার জন্য গুগল ইমেজে ঘুরাঘুরি করছিলাম। কিছু ছবি পেয়ে গেলাম।
ভাবলাম পোস্ট করে ফেলি।
ফেসবুক টাইমলাইন
ফেসবুক ২০০৪
ফেব্রুয়ারী
Mark Zuckerberg, Dustin Moskovitz, Chris Hughes এবং Eduardo Saverin তাদের Harvard University এর Dorm Room এ সূচনা করেন thefacebook।
মার্চ
Harvard থেকে Stanford, Columbia এবং Yale পর্যন্ত thefacebook বিস্তৃতি লাভ করে।
জুন
Palo Alto, Calif এ Facebook তাদের ঘাটি সরিয়ে নেয়।
সেপ্টেম্বর
Groups যুক্ত করা হয়; Profile feature হিসেবে Wall যুক্ত করা হয়।
ডিসেম্বর
thefacebook প্রায় ১ মিলিয়ন অ্যাক্টিভ ঊইজার লাভে সমর্থ হয়।
ফেসবুক ২০০৫
মে
thefacebook তাদের Accel পার্টনার্স থেকে ভেঞ্চার ক্যাপিটাল মধ্যে ১২.৭ মিলিয়ন ডলার উপার্জন করে; এ সময় ফেসবুক প্রায় ৮০০ কলেজ নেটওয়ার্ক সাপোর্ট করতে সমর্থ হয়।
আগস্ট
thefacebook থেকে আবির্ভাব ঘটে Facebook এর।
সেপটেম্বর
Facebook হাই স্কুল নেটওয়ার্ক যুক্ত করে।
অক্টোবর
Photos যুক্ত করা হয়; যুক্ত হয় international school networks।
ডিসেম্বর
Facebook অর্জন করে প্রায় ৫.৫ মিলিয়ন অ্যাক্টিভ ঊইজার।
ফেসবুক ২০০৬
এপ্রিল
Greylock Partners, Meritech Capital Partners এবং অন্যান্য উৎস হতে প্রায় ২৭.৫ মিলিয়ন ডলার উপার্যন করে; লঞ্চ করা হয় Mobile feature।
মে
Work নেটওয়ার্ক যুক্ত হয়।
আগস্ট
Development platform লঞ্চ করা হয়; Notes যুক্ত করা হয়; Facebook এবং Microsoft ব্যানার বিজ্ঞাপন সিন্ডিকেশনের জন্য কৌশলগত সম্পর্ক স্থাপন করে।
সেপ্টেম্বর
News Feed এবং Mini-Feed এর সাথে কিছু অতিরিক্ত privacy controls যুক্ত করা হয়; সকলের জন্য registration উন্মুক্ত করে দেওয়া হয়।
নভেম্বর
Share feature যুক্ত হয় এবং একইসাথে Facebook লঞ্চ করে প্রায় ২০ টি পার্টনার সাইট।
ডিসেম্বর
Facebook অর্জন করে ১২ মিলিয়ন উইজার।
ফেসবুক ২০০৭
ফেব্রুয়ারী
Virtual gift shop ফিচার লঞ্চ করা হয়।
মার্চ
Facebook প্রায় ২ মিলিয়ন কানাডিয়ান এবং ১ মিলিয়ন ব্রিটিশ উইজার অর্জন করে।
এপ্রিল
Facebook অর্জন করে ২০ মিলিয়ন উইজার; আপডেট করা হয় সাইটের ডিজাইন এবং adds network portals।
মে
Facebook শ্রেণিবদ্ধ তালিকার জন্য Marketplace application লঞ্চ করে; Facebook Platform উপাস্থপনের জন্য F8 event আয়জন করা হয় যেখানে প্রায় ৬৫ developer partners এবং ৮৫ এর অধিক applications লঞ্চ করা হয়।
জুলাই
Facebook অর্জন করে startup Parakey।
অক্টোবর
Facebook লাভ করে ৫০ মিলিয়নের অধিক উইজার; Facebook লঞ্চ করে Facebook Platform for Mobile; আন্তর্জাতিক বাজারে প্রাধান্য বিস্তারের জন্য Facebook এবং Microsoft তাদের বিজ্ঞাপন চুক্তি সম্প্রসারণ করে; Microsoft ২৪০ মিলিয়নের ইকুইটি পণ ব্যয় করে।
নভেম্বর
Facebook এ যুক্ত হয় Facebook Ads।
ফেসবুক ২০০৮
জানুয়ারী
Facebook এবং ABC News আয়োজন করে Presidential Debate।
ফেব্রুয়ারী
Facebook উন্মুক্ত হয় Spanish and French ভাষায়।
মার্চ
Facebook আপডেট করে Friend List privacy; Facebook এ যুক্ত হয় German ভাষা।
এপ্রিল
Facebook লঞ্চ করে বহুপ্রতিক্ষিত Facebook Chat; অন্যান্য ভাষায় রূপান্তরের জন্য Facebook ২১ টি ভাষায় লঞ্চ করে Translation application।
আগস্ট
ফেসবুক অর্জন করে ১০০ মিলিয়ন উইজার।
ডিসেম্বর
Facebook Connect উন্মুক্ত করা হয়।
ফেসবুক ২০০৯
জানুয়ারী
Facebook অর্জন করে ১৫০ মিলিয়ন ইউজার।
ফেব্রুয়ারী
Facebook অর্জন করে ১৭৫ মিলিয়ন ইউজার; Open ID বোর্ডে যুক্ত হয়; “Like” feature যুক্ত করা হয়।
এপ্রিল
Facebook লাভ করে ২০০ মিলিয়ন অ্যাক্টিভ ইউজার।
জুন
Facebook Usernames ফিচার যুক্ত করা হয়।
জুলাই
ফেসবুকের ইউজার ২৫০ মিলিয়ব ছাড়িয়ে যায়।
আগস্ট
Facebook অর্জন করে FriendFeed।
সেপ্টেম্বর
Facebook ইউজার সংখ্যা দাঁড়ায় ৩০০ মিলিয়ন।
ডিসেম্বর
Facebook উইজার সংখ্যা ৩৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়।
ফেসবুক ২০১০
ফেব্রুয়ারী
Facebook ইউজার সংখ্যা দাঁড়ায় ৪০০ মিলিয়ন।
জুলাই
Facebook ইউজার সংখ্যা হয় ৫০০ মিলিয়ন; যুক্ত হয় Questions এর বেটা সংস্করণ।
আগস্ট
Places ফিচার যুক্ত হয়।
ফেসবুক ২০১১
জুলাই
Facebook উইজার সংখ্যা হয় ৭৫০ মিলিয়ন।
বর্তমানে চলছে টাইমলাইনের ডেভলপার ভার্সন যা এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি।
ছবি - গুগল ইমেজ
তথ্য- ফেসবুক প্রেস
পূর্বে আমার ব্লগে প্রকাশিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।