Every emotion have a feelings. But every feelings have no emotion. পিডিএফ ফাইল নিয়ে যাদের নিয়মিত কাজ,পিডিএফ ফাইল কনভার্ট করা তাদের সকলের কাছেই বেশ জরুরী।
আর সমস্যার শুরুটা এখানেই।
পিডিএফ ফাইল কনভার্ট করতে গিয়ে প্রায়শই আমাদের ঝামেলায় পড়তে হয়।
আমি নিজেও এই ঝামেলাতে পড়ে পড়ে ত্যাক্ত বিরক্ত।
তখন থেকেই পিডিএফ কনভার্টার নিয়ে অনলাইনে খুজাখুজি শুরু করি।
সফ্টওয়ার এবং অনলাইন কনভার্টার কোনটারই অভাব হয়না Google এ সার্চ দিলে কিন্তু সমস্যা হলো রিলায়েবল সফ্টওয়ার ও অনলাইন কনভার্টার খুজে পাওয়া এবং তা দিয়ে কাজ করতে পারা।
অনেকদিনের চেষ্টায় শেষ পর্যন্ত আমি কিছু রিলায়েবল সফ্টওয়ার ও অনলাইন কনভার্টারের খোজ পাই যার দরূন এখন আর পিডিএফ ফাইল নিয়ে কোন ঝামেলা ফিল করিনা।
এখন অনলাইনে বসে মুহূর্তের মধ্যেই পিডিএফ ফাইল কনভার্ট করুন কোন সফ্টওয়ার ছাড়াই। সাথে pdf merge (একাধিক পিডিএফ ফাইল একত্রিত করা), pdf split (একটা পিডিএফ ফাইলকে খন্ড খন্ড করা), pdf password remover (পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড মুক্ত করা) এবং ওয়েব পেজ কে পিডিএসহ অনেক সুবিধা। আর এসব করতে পারবেন যে Address থেকেঃ
1. http://www.pdftoword.com
2. http://www.wordtopdf.com
3. http://www.pdfmerge.com
4. http://www.splitpdfonline.com
5. http://www.pdfunlock.com
6. http://www.htmlpdf.com
7. http://www.banglaconverter.com
আশা করি ওয়েবসাইট গুলো কাজে লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।