২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী যুক্তরাষ্ট্রের তত্কালীন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসকে বলেন, দুর্নীতিগ্রস্ত ছেলেকে (তারেক রহমান) প্রশ্রয় ও মদদ দেওয়াই প্রধানমন্ত্রীর বড় রাজনৈতিক ব্যর্থতা। তিনি আরও বলেন, দেশটির গণতন্ত্রের এ নতুন পথচলায় পরিবারতান্ত্রিক রাজনীতি ভালো নয়। সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে গত ৩০ আগস্ট ফাঁস হওয়া তথ্যে এ কথা জানা গেছে। তথ্যে দেখা যায়, ২০০৫ সালের ১৩ মার্চ হ্যারি কে টমাসের সঙ্গে কামাল উদ্দিনের বিভিন্ন বিষয় নিয়ে ৪০ মিনিট কথা হয়। এ সময় টমাস কামালউদ্দিনকে অবহিত করেন, ‘ওয়াশিংটনে মার্কিন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ করেছিলেন তারেক রহমান। তবে প্রটোকল ও অন্যান্য কারণে এ বৈঠক আয়োজন করা সম্ভব হবে না।’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।