আমাদের কথা খুঁজে নিন

   

জিইসি মোড়ের ভিক্ষুক ও ব্লগার রোজলীন..........

এখনো গেলনা আঁধার............... একটি স্বনামধন্য জেন্টস ফেব্রিক্স ব্রান্ড এর চট্টগ্রাম জিইসি ব্রাঞ্চে জয়েন করেছি কয়েকদিন হলো। তাই নিয়মিত জিইসি তে আসছি। জিইসি মোড়ে দেখলাম ভিক্ষুকদের নতুন স্টাইলে ভিক্ষা। এক মহিলা বাড়ি যেতে পারছেনা। তার বাড়ি হলো পটিয়া।

সে এক ভদ্রলোককে অনুনয় বিনুনয় করে তার কাছ থেকে পটিয়া যাওয়ার ভাড়া আদায় করে নিল। তারপর সে ওখান থেকে কিছুদুর সরে গিয়ে আবারও আরেকজন অনুনয় করা শুরু করলো পটিয়া যাওয়ার ভাড়া দিতে । সে এভাবে সবার কাছ থেকে পটিয়া বা অন্যান্য জায়গায় যাওয়ার ভাড়া খুজে। ভাবছি তার পটিয়া যেতে কতটাকা লাগে........... ২। এক মহিলার স্বামী অসুস্থ।

তার অষুধ শেষ। সে অষুদের খালি পাতা নিয়ে বসে আছে। আমার সামনেই কয়েকজন তাকে অষুধ কিনে দিল। দেখলাম সে প্রতিদিন এভাবে বিভিন্ন স্থানে বসে লোকজনদের কাছ থেকে অষুধ নিচ্ছে। পরে তা কমদামে আবার ফার্মেসীতে বিক্রি করে দেয়।

৩। ব্লগার রোজলীন কে নিয়ে প্রতিদিন সামুতে লিখালিখি হচ্ছে। কখনও তার স্বামীর অসুখ। কখনো তার মেয়ের। সহৃদয় সামু ব্লগারদের সরলতা কে পুজি করে সে ব্যবসা করছে।

ভাবছি রোজলীন এবং এই ভিক্ষুকদের মধ্যে পার্থক্যে কতটুকু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।