আমাদের কথা খুঁজে নিন

   

শফি সাহেব নারীদেরকে বেপর্দা চলতে নিষেধ করলে তাদের তেতুলানুভূতিতে আঘাত লাগে।

জগ শাহবাগীদের মতো বিচিত্র প্রাণী ইহজগতে নাই। শফী সাহেব হেলিকপ্টারে চড়লে এদের হেলিকপ্টারানুভূতিতে আঘাত লাগে, কিন্তু তোফায়েল সাহেব হেলিকপ্টারে চড়ে বার বার ভোলা গেলেও এদের হেলিকপ্টারানুভূতিতে আঘাত লাগে না। শফি সাহেব নারীদেরকে বেপর্দা চলতে নিষেধ করলে তাদের তেতুলানুভূতিতে আঘাত লাগে। কিন্তু ওবায়দুল কাদের সড়ক দুর্ঘটনার জন্য বিলবোর্ডের বেপর্দা নারীদেরকে দায়ি করলে তাদের বিলবোর্ডানুভূতিতে একটুও আঘাত লাগে না। শফী সাহেব মেয়েদেরকে শালীন পোষাকে চলতে বললে তাদের পোষাকানুভূতি আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু ধর্ষণ বন্ধ করতে চায়না যখণ মিনিস্কার্ট পড়া নিষিদ্ধ ঘোষণা করে তখন তাদের পো্রষাকানুভূতি নিয়ে কিছুই বলার থাকে না। শাহবাগী বিচিত্র প্রাণীদের জন্য বাংলা একাডেমির ডিকশনারীতে শাহবাগানুভূতি নামক একটি নতুন টার্ম যোগ করার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে এই শাহবাগানুভূতিকে এখনই মমি করে শাহবাগের যাদুঘরে রাখার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বিস্ময়কর শাহবাগানুভূতি দেখে বিনোদিত হতে পারে। কৃতজ্ঞতা: বাংলাদেশ ভয়েস

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।