অর্থনৈতিক মহামন্দা - বিষয়টার সাথে পরিচয় হতে বেশী সময় লাগে না। বিশেষ করে গত একদশকে অন্তত: দুবার এই কথাটা শুনতে হয়েছে সবাইকে, দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে। গত শতাব্দীর অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো এই অর্থনৈতিক মহামন্দা। প্রধাণত আমেরিকায় শুরু হয়ে সারা বিশ্বের প্রায় সব দেশকেই কম বেশী প্রভাবিত করেছিল।
বাদ পড়েনি ফিল্ম ইন্ডাস্ট্রিও।
দর্শকের সংখ্যা কমে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল অনেক সিনেমা হল। দর্শক সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমে গিয়েছিল যদিও এমন সময়্ও প্রতি হপ্তায় সিনেমাদর্শকের সংখ্যা গোটা আমেরিকা জুড়ে মোট ৬০ মিলিয়নের কম ছিল না। কিন্তু সিনেমাহলের সংখ্যা দ্বারা মহামন্দার প্রভাবটা বেশ বোঝা যায়। ১৯৩০ এ যেখানে মোট সিনেমা হলের সংখ্যা ছিল ২২০০০, ১৯৩৪ এ এসে তার সংখ্যা দাড়ায় ১৪০০০ এ। (সূত্র) আশার কথা হলো, যে কটা ইন্ডাস্ট্রি দ্রুতই মহামন্দার প্রভাব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের অন্যতম।
১৯৩৫ সাল নাগাদ এর প্রতিহপ্তায় দর্শকসংখ্যা উন্নীত হয় ৮০ মিলিয়নে, অর্থ্যাৎ মাত্র ১০ মিলিয়ন কম। এমন একটা সময় যখন দিনের উপার্জন দিয়ে দি্ন চলতে হয় এবং সিনেমার একটি টিকিটের দাম প্রায় ২৭ সেন্ট, তখন কেন মানুষ সিনেমা দেখতো তা গবেষনার বিষয়। তবে এর পেছনে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয় সস্তায় দুর্বিষহ জীবনের ঘন্টা দুয়েকের বিনোদনকে। মানুষ নিষ্ঠুর বাস্তব থেকে পালাতে চাইতো, কিছুক্ষনের জন্য হলেও। (সূত্র)
অর্থনৈতিক মহামন্দা এবং মানবিক মহাদুর্যোগের এই সময়েও অসাধারণ এবং ইতিহাস সৃষ্টিকারী সিনেমা নির্মান বন্ধ হয় নি।
চার্লি চ্যাপলিনের বিখ্যাত 'সিটি লাইটস ' এই সময়ে (১৯৩১) নির্মিত। এছাড়া্ও আছে ফ্রিৎজ ল্যাঙ এর 'এম ', চ্যাপলিনের 'মডার্ন টাইমস ', মেরিয়ান কুপারের 'কিংকং ', লুইস মাইলস্টোনের 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ', ফ্র্যাঙ্ক কাপরার 'ইট হ্যাপেন্ড ওয়ান নাইট ', জ্য ভিগোর 'লা আটলান্তা ', হাওয়ার্ড হকস এর 'স্কারফেস ', জেমস হোয়েল এর 'ফ্রাঙ্কেনস্টাইন ', ফ্র্যাঙ্ক কাপরার 'মি ডিডস গোস টু দ্য টাউন ' বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
এই সময়ে নির্মিত এবং মহামন্দাকে তুলে ধরে এমন সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো: Our Daily Bread (1934) , Hallelujah I'm a Bum (১৯৩৩) ইত্যাদি। তবে সমসাময়িক সিনেমাগুলোতে এই অবস্থা কম বেশী উঠে এসেছে। মহামন্দাকে নিয়ে সিনেমা নির্মিত হয়েছে পরবর্তী সময়গুলোতে।
এবং এদের সংখ্যা নেহায়েতই কম নয়।
It's a Wonderful Life
বিখ্যাত পরিচালক ফ্রাঙ্ক কাপরার আপাত ‘ফ্লপ’ সিনেমা। সিনেমাটির কাহিনী শুরু মহামন্দার গোড়ায়, কিভাবে সেই সময়ে ভালো ও মন্দ মানুষেরা টিকে গিয়েছিল, তার একটা ধারনা পা্ওয়া যায় এখানে। বিস্তারিত দেখুন।
The Grapes of Wrath (1940)
Bonnie and Clyde (1967)
Annie
Paper Moon (1973)
Road to Perdition
O Brother, Where Art Thou ? (2000)
Hard Times
(1975)
Cinderella Man (2005)
মহামন্দার সময়টি বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই সিনেমায়।
জেমস জে ব্র্যাডক নামে এক মুষ্টিযোদ্ধা অসম মুষ্টিযুদ্ধ মহামন্দার বিরুদ্ধে। রাসেল ক্রো অভিনয় করেছিল, রন হাওয়ার্ডের পরিচালনা। বিস্তারিত এখানে ।
Ironweed (1987)
পুনশ্চ: এই মুহুর্তে আমার ইউটিউব ডাউন থাকায় বেশ কিছু ভিডিও শেয়ার করার ইচ্ছা থাকলেও পারা গেল না। মূল পোস্ট দেখা যেতে পারে এজন্য।
=============================================
ফেসবুকে দারাশিকো'র ব্লগের সাথেই থাকুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।