প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। ফাস্টফুড আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। উচ্চমাত্রার ক্যালরির জন্য এই খাবারের বিপদ সম্পর্কে চিকিৎসকেরা হুঁশিয়ার করে দিতে থাকলেও ফাস্টফুড পুরো বর্জন করা সব সময় সম্ভব হয় না। তবে কোন্ ফাস্টফুডে কত ক্যালরি আছে তা জানা থাকলে খাওয়ার সময় কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। ৮৫ গ্রাম ওজনের একটি চিকেন বার্গারে থাকে ১৩০ ক্যালরি, ১৪৬ গ্রামের চিজ অ্যান্ড চিকেন স্যান্ডুইচে থাকে ৩৫২ ক্যালরি, পনিরসহযোগে ভেজিট্যাবল পিৎজায় (৭৯ গ্রাম) থাকে ১৮৪ ক্যালরি, ৮৫ গ্রাম ফ্রেঞ্চ ফ্রাইয়ে থাকে ২৭১ ক্যালরি, ২৪০ গ্রাম কোমল পানীয়তে থাকে ৯৭ ক্যালরি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া। and DailyNayaDiganta
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।