আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ এপ্রিল উদ্বোধন হচ্ছে ওয়ালটনের নতুন ফ্রিজ ফ্যাক্টরি

আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ আগামী ৫ এপ্রিল উদ্বোধন হতে যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ তৈরির নতুন কারখানা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কারখানাটির। এটি হবে সমসাময়িক বিশ্বের সর্বাধুনিক ফ্রিজ ফ্যাক্টরি।

স্বয়ংক্রিয় থ্রি সিস্টেম পদ্ধতিতে এখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক নন ফ্রস্ট ও ফ্রস্ট ফ্রিজ। প্রধানত উন্নত বিশ্বের বাজারকে টার্গেট করে পূর্ন উৎপাদনে যাচ্ছে ওয়ালটনের নতুন এ কারখানা। ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে বছরে ৬ লাখ ফ্রিজ উৎপাদন হবে। যার সবই আকর্ষণীয় এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ। উন্নতমানের এসব ফ্রিজ ও ফ্রিজার পাওয়া যাবে দেশের বাজারেও।

যদিও গত জুলাই থেকে নতুন কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে ফ্রিজ, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেল তৈরির একমাত্র প্রতিষ্ঠান ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যাক্টরির পাশেই নতুন এই কারখানা স্থাপন করা হয়েছে। ৩ লাখ বর্গফুট জায়গার উপর স্থাপন করা নতুন এই ফ্যাক্টরিতে উৎপাদন শুরু হওয়ায় ওয়ালটন ফ্রিজের উৎপাদন ক্ষমতা এখন বছরে ১৪ লাখ। প্রতিদিন উৎপাদন হবে ৪ হাজার ফ্রিজ।

নতুন কারখানার ফ্রিজগুলো বহুলাংশেই বিলাসবহুল। সর্বোচ্চ সাইজ ৭০০ লিটার বা ৩০ সিএফটির উপরে। তবে বিলাসবহুল হলেও এসব ফ্রিজের দাম তুলনামূলক কম। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম জানান, সম্পূর্ন অটোমেটিক এই নতুন উৎপাদন ইউনিটে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্রমের মূল্য বেশি হওয়ায় উন্নত দেশগুলো ফ্রিজ তৈরির ক্ষেত্রে সিঙ্গেল এবং সর্বোচ্চ ডাবল টেস্টিং সিস্টেম ব্যবহার করে থাকে।

কিন্তু আমরা ট্রিপল টেস্টিং সিস্টেম সম্বলিত মেশিনারিজ সেটআপ করেছি। গুনগত উচ্চমান নিশ্চিত করার লক্ষে প্রতিটি প্রোডাক্ট স্বাভাবিকের চেয়ে তিনগুন বেশি সময় বিভিন্ন উপায়ে টেস্টিংয়ে থাকবে। ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের প্রধান লোকমান হোসেন আকাশ বলেন, ওয়ালটনের নতুন কারখানায় উৎপাদিত পণ্য নিয়ে খুব শিগগীরই আমরা উন্নত বিশ্বের বাজারে প্রবেশ করতে সক্ষম হব। যেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ন। বিশেষ করে উচ্চ মানসম্পন্ন পণ্য দিয়ে ইউরোপ ও আমেরিকাবাসীর মন জয় করতে আমরা প্রস্তুতি নিয়েই মাঠে নামছি।

প্রতিদ্বন্দ্বী বিশ্বের সেরা ব্র্যান্ডগুলোর চেয়েও আপগ্রেডেড প্রোডাক্ট তৈরি হচ্ছে নতুন এই ফ্যাক্টরিতে। এরইমধ্যে পৃথিবীর সেরা ব্র্যান্ডের উৎপাদনকারীরা ওয়ালটনকে সমীহ করছে। ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, বাংলাদেশের ফ্রিজের মার্কেটের নিয়ন্ত্রণ এখন দেশে তৈরি ওয়ালটনের দখলে। প্রতিদিনই ওয়ালটন ফ্রিজের চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন ফ্যাক্টরির প্রয়োজন ছিলো।

তাছাড়া উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য বিলাসবহুল প্রোডাক্ট তৈরির পরিকল্পনাও আমাদের ছিলো। জানা গেছে, বাংলাদেশে দক্ষ জনবল এবং অপেক্ষাকৃত সাশ্রয়ী শ্রমের কারণে ওয়ালটনের সামনে আন্তর্জাতিক বাজার দখলের সবুর্ণ সুযোগ রয়েছে। সরকারের প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও আফ্রিকাসহ সারা বিশ্বে বাজার আধিপত্য স্থাপনে সক্ষম হবে ওয়ালটন। উল্লেখ্য, ওয়ালটন ফ্রিজ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফ্রিজের পাশাপাশি মোটরসাইকেল, এয়ারকন্ডিশনার, এলসিডি ও এলইডি টিভি, মোবাইল ফোন সেট রপ্তানি করছে ওয়ালটন।

এছাড়া ফ্রিজ ও এসির কম্প্রেসার, মোটরসাইকেলের ইঞ্জিন, ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ওয়ালটন। তথ্য সুত্র: রাইজিংবিডি২৪.কম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।