আমাদের কথা খুঁজে নিন

   

অনকাঙ্খিত মানবের গল্প

সৃষ্টিশীল ভীষণ অনাকাঙ্খিত মানব সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আসছি। কিন্তু ঘুমকাতুর চোখে দেখা সেই স্বপ্নের একটও বাস্তবে খুজে পাইনি আজও। মনে পড়ে বাবার কোলে বসে চাদঁ দেখতাম আর আমার বাবা আমাকে স্বপ্ন দেখাতো বড় হয়ে ডাক্তার হবার। তখন বয়স অনেক কম অবশ্য এসব ব্যপার গুলো ঝাপসা ছিল। যাই হোক পৃথিবীর নিয়মে শারীরিক,মানসিকভাবে বড় হলাম বটে কিন্তু ডাক্তার হওয়াটা হলো না।

বাসার সবাই পড়ালেখার ব্যপার নিয়ে খুব্ই সিরিয়াস ছিল। আমিও সে নিয়মের বাইরে ছিলাম না। আমি ভাবতাম পড়ালেখাটা অন্য কাজগুলোর মতো মজার হয়না কেন?অবশ্য এখনও ঐ একই ভাবনাই বহাল আছে। আবার সামাজিক ভাবে ছিলাম মধ্যবিত্ত। "মধ্যবিত্ত" শব্দটার "বিত্ত" আমার কাছে বৃত্ত মনে হয়, না পারি পরিধি ছুঁতে আবার না পারি কেন্দ্রে অবস্থান করতে...............//চলবে.......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.