একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই সকালে ঘুম থেকে উঠে দেখি দশটা বাজে। রুমেটরা চলে গেছে যার যার কাজে। ক্ষুধাও লেগেছে। কি করা যায় -- নিলুপুির কথা মনে হলো--- তার লেবু মেশানো কফির স্বাদ---- দেখি ভাত আছে--- ডিম সবজিও আছে লেগে গেলাম আমার প্রতিভা আগুনে ঘি ঢালতে--- পেঁপে, আলু, ফুলকপি কেটে নিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিলুম। এদিকে ভাত টা লবণ, মশলা, হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। সবজি টা সেদ্ধ হওয়ার পর তেলে পিয়াজ কুচি মরিচ হালকা ভেজে নিয়ে সবজিটা ভেজে নিয়ে কিছুক্ষণ পর একটি ডিম ফেটে দিলাম। একটু নেড়ে-চেড়ে ভাতটা ফেলে দিয়ে কিছুক্ষণ ভাজলাম---- ইহা কি হল-- ফ্রাইড রাইস না রাইস ইউদ ভেজিটেবল স্বাদ মনে হয় খারাপ হয়নি। কারণ খাইবার পর আর বের নড়তে চড়তে পারছিলুম না--- ছবি এখন দিতে পারলাম না--- কারণ মোবাইলের ডাটা ক্যাবল কাছে নাই-- পরে দিমু তখন সবাই খাইয়েন--- এখন একটু কল্পনা কইরা খান---
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।