আমাদের কথা খুঁজে নিন

   

মোহাবিষ্ট ক্যাকটাস

ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা সূর্য হাসির অনন্ত নিঃসীম ঝালরে শিশির কনা ঘাসের পরে দোলে, আমলকির বনে এক মনে ডাকে, নাম না জানা পাখি ওই, কোন অজানায় নিমিষেই হারায় সঙ্গীহারা মন। শালিকের চোখে খুঁজে পায় বুঝি, নির্বাসিত সময় !!! অপার বিস্ময়ে তাকিয়ে আকাশ, শাখায় শাখায় স্পর্শ করে মাতাল হাওয়া দুরে ওই সবুজ উপত্যকা নিশ্চুপ। জলপাই বনে ক্লান্ত তিতির,নিভৃত কুঞ্জে কেঁপে উঠে, মোহাবিষ্ট ক্যাকটাস বুঝি, সুহৃদের প্রীতি বিনিময়ে পথ শ্রান্ত পথহারা পথিক নিমিষেই হারায় রমনীর নিবিড় উষ্ণ আলিঙ্গনে। দুর্দান্ত দুপুর আলগোছে মিলায় ঝরা পাতার মর্মর তুলে স্বর্ণলতার ঝোপে, মরালীর ডানায় আলপনা আঁকে বিমূর্ত প্রকিতি স্বর্ণালী ক্ষনে !! নির্বাসিত সময়ের করুন রাগে ঝাউবনে হাওয়া চুপি চুপি গেয়ে যায় করুন এক প্রার্থনা সংগীত, সুর মুর্ছনায় নিশ্চুপ বনতল ঝংকৃত হয় শাখায় শাখায় !! আবহমান রাত্রি থেকে বিচ্ছন্ন ধুসর সমুদ্রের তীর ঘেঁসে, হৃদয় রেখা ধরে, দূর বহু দূর উষ্ণতায় উষ্ণতায় খুঁজি, ভালবাসার ঠিকানা !!! দীর্ঘদিন লিখতে পারিনি কোনো বন্ধুর লেখাও পড়তে পারিনি । তার জন্য লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী।

সময়ের সাথে আপোষ হয়নি যে! প্রহরে প্রহরে যুদ্ধ, প্রহরে প্রহরে শান্তি এই নিয়ম । জীবন বোধ হয় এমনেই কখনো জোয়ার কখনো ভাটা । এই জোয়ার-ভাটার খেলায় জীবন যুদ্ধে কত দিন টিকব নিজেই প্রশ্ন বিদ্ধ। সব কিছু ছাড়িয়ে আসুন ভালো থাকি অন্তত কিছুটা সময় । সবুজ হোক সুন্দর হোক সবার জীবন.।

বানান ভুলে ক্ষমাপ্রার্থী । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.