আমাদের কথা খুঁজে নিন

   

যোনিপর্দা Vs এয়ারটেল

মনের কথা ব্লগে বলে ফেলুন,নয়তো মনে কথার বদহজম হবে গত পরশু এক ভাইয়ের সাইবার ক্যাফেতে বসে আছি হঠাত্‍ উনার একটা ফোন আসলো । উনার এক বন্ধু উনাকে ফোন দিয়ে বললো দোস্ত এয়ারটেল ওয়েব সাইট থেকে ০১৬....এই নাম্বার এর কল,মেসেজ ডাটা চেক করে জানা ত ঔ নাম্বার থেকে আমি ছাড়া আর অন্য কোন নাম্বারে কল বা মেসেজ দেয়া হয় কিনা। যথারীতি উনি চেক করে জানালেন- না অন্য কোন নাম্বার নাই। অতঃপর তার বন্ধুটি আস্বস্ত হলেন তার মেয়ে বন্ধুটি অন্য কারো সাথে যোগাযোগ রাখছে না। আস্বস্ত হওয়ার আরো কারন হচ্ছে মেয়ে বন্ধুটির এয়ারটেল সিম ঔ বন্ধু লোকটিই কিনে দিয়েছে এবং মেয়ে বন্ধুর ঐ সিম ২৪ ঘন্টা সক্রিয় রাখতে হয়।

এছাড়া অনলাইনে যে এয়ারটেলের কল,মেসেজের বিস্তারিত তথ্য দেখা যায় তা কিন্তু মেয়ে বন্ধুটি জানেন না। সমস্ত ঘটনা জেনে মনে হলো কিছু লোক স্বতিত্বের পরিমাপক হিসেবে এয়ারটেলকে ব্যবহার করছে। লোকে পুরাতন আমলে যোনি পর্দাকে অন্যতম পরিমাপক মনে করতো । কিন্তু,লোকে এখন জানে যোনি পর্দা সঙ্গম ছাড়াও ছিড়তে পারে। সেই জন্য যোনি পর্দাকে এখন আর লোকে স্বতিত্বের পরিমাপক ভাবে না।

কিন্তু,লোকে এই কথাটা কবে জানবে যে চুরি করে অনুসরন করতে যেয়ে বিশ্বাসের দেয়ালে ফাটল ধরতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.