আমাদের কথা খুঁজে নিন

   

উলামায়ে সূ’ বা ধর্মব্যবসায়ীদের সাফাইকৃত ফান্ডে যাকাত দেয়া হতে বিরত থাকুন

খইরুল কুরুনের মধ্যে খলীফাগণ উনার খিলাফতকালে পবিত্র যাকাত উনার টাকা ‘বাইতুল মাল’ নামক ফান্ডে জমা হতো। সেখান থেকে খলীফাগণ পবিত্র যাকাত উনার হক্বদারদের মধ্যে পবিত্র যাকাত উনার মাল সুষম বণ্টন করে দিতেন। কিন্তু বর্তমানে আমাদের দেশসহ পৃথিবীর কোথাও সেই খিলাফত ব্যবস্থা নেই, বরং চালু রয়েছে মানবরচিত মনগড়া ব্যবস্থা। ফলে এ ব্যবস্থায় পবিত্র যাকাত উনার মাল যথাযথ আদায় ও বণ্টিত না হওয়ায় মানুষ সাধারণত সরকারের প্রচলিত যাকাত ফান্ডে যাকাত না দিয়ে নিজ দায়িত্বে পবিত্র যাকাত আদায় করেন। সরকারি ফান্ডে কেবল যৎসামান্য লোকই যাকাত দিয়ে থাকে।

প্রকৃতপক্ষে তারা পবিত্র যাকাত আদায় করার মাসায়ালা-মাসায়িল সম্পর্কে নেহায়েতই অজ্ঞ। অন্যথায় যেখানে বছরে হাজার-হাজার কোটি টাকা যাকাত আদায় হওয়ার কথা সেখানে উক্ত যাকাত কর্তৃপক্ষ বলেছে- গত ২৬ বছরে মাত্র ৬ কোটি ৭০ লাখ টাকা সরকারি ফান্ডে যাকাত আদায় হয়েছে। এটা এজন্যই যে, সরকারের নিম্ন কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সকলেই ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, সম্পদ আত্মসাৎকারী। যার প্রমাণ বহন করছে দেশের প্রতিটি সংবাদ মাধ্যমগুলো। দুর্নীতি, চুরি ও আত্মসাতের এমন জাজ্বল্য প্রমাণ থাকায় এসব লোকদের নিকট পবিত্র যাকাত আদায়কারীগণ তাদের যাকাত দেয়াটা নিরাপদ মনে করে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।