যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। Final professional পরীক্ষা। স্যার ১টি ECG দেখিয়ে ছাত্রকে জিজ্ঞেস করেন, "কিসের ECG?" সেটা ছিল খুব common ১টা জিনিস। ছাত্র নিমেষেই বলে দেয়, "Myocardial infarction (সাধারণ ভাষায়, হার্ট এটাক)এর।" স্যার বলে ওঠেন, "কছ কী (cause কী)?" ভুল হয়েছে মনে করে ছাত্র ঘাবড়ে যায়। তার মুখ দিয়ে আর রা সরে না। সে হা করে তাকিয়ে থাকে। আর MIএর causeএর মতো important ও common জিনিসটি 'না পারায়' সে fail মারে। (১টি বাস্তব ঘটনা অবলম্বনে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।