আপনারা হয়তো মানুষের মুখে অনেক শুনেছেন পিটিসি সম্পর্কে অনেক ব্লগেও পড়েছেন। সেই কথাটাই আজ আমি আপনাদের বলছি যারা নতুন বা পিটিসি সমন্ধে কিছু বোঝেন না তাদের জন্য এই পোষ্ট।
পিটিসি হচ্ছে পেইড পার ক্লিক, অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজেদের ওয়েব সাইট বা পন্য সামগ্রি প্রচার করার জন্য বিভিন্ন পিটিসি সাইটে বিজ্ঞাপন দিয়ে থাকে। এই বিজ্ঞাপন গুলি আমাদের মত মানুষের জন্যই দেয়া হয়। অনেকেই আছে হয়তো কোন পন্য ক্রয়ও করে আবার কোন সাইট ভিজিটও করে।
এখন আপনি দৈনিক ২০-৩০ মিনিট সময় দিয়ে আপনার নির্ধারিত বিজ্ঞাপন গুলিতে ক্লিক করে কিছু ডলার ইনকাম করতে পারেন। কোন কোন বিজ্ঞাপন ১ সেন্ট প্রদান করে আবার কোন কোন বিজ্ঞাপন ৫ সেন্ট কিছু ৭ সেস্ট করে পে করে। আপাতত এই সাইটে রেজিষ্ট্রেশন করে এক দুই দিন ঘাটাঘাটি করতে থাকে আর বিজ্ঞাপন গুলিতে ক্লিক করতে থাকেন কমপক্ষে ২৫ থেকে ৩০ সেন্ট পাবেন। তারপর প্রতিদিন আপনি লগইন করে বিজ্ঞাপন গুলিতে ক্লিক করবে এইভাবে আস্তে আস্তে আপনার এ্যাকাউন্টে ১০ ডলার জমা হবে। তারপর ১০ ডলার হয়ে গেলেই এবার উঠানোর পালা।
উঠাইতে হলে প্রথমে আপনাকে পিটিসি সাইথে ডলারগুলো এলার্টপে সাইটে আনতে হবে। তারপর এলার্টপে থেকে আপনার কাঙ্খিত ব্যাংকে আনবেন। যদি এলার্টপে তে একাউন্ট থাকে তাহলে সেটা পিটিসি সাইটে দিন না থাকলে View this link এই লিংকে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করে নিন। তারপর পিটিসি সাইটে রেজিষ্ট্রেশন করুন।
আমি একটু ফ্রি হইলেই ছবিসহ পিটিসি নিয়া পোষ্ট করব।
সব্বাই ভালা থাহেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।