আমাদের কথা খুঁজে নিন

   

ওইডাতো বেহেস্তের এড ছিল (জোকস - ২)

নিঝুম রাতে, একটি টিনের ঘরে একা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে , বৃষ্টির শব্দ আমাকে জাগিয়ে রাখে অনেকক্ষন এক ছাগু সারা জীবন কাঠাল পাতা চিবাইয়া আর ফতোয়া জাড়ি করিয়া তাহার দীর্ঘ ইহকাল ত্যাগ করিল । তো মৃত্যুর পর স্বভাবতই ইশ্বর তাকে স্বর্গ দান করিবেন । তো যথারীতি স্বর্গ ভ্রমন কালে তাহার ছাগুর মনের নিভৃতে এক খায়েস জাগিয়া উঠিল। দেখিত ওই সব আবাল নাস্তিক গন নরকে কেমন ডলা খাইতেছে। যেই ভাবা সেই কাজ অম্নি সে তাহার গেলমানকে ডাকিয়া কহিল, ওহে ইশ্বর বরাবর এই মর্মে একখানা এপ্লেকেশন কর যে আমি নরক ভ্রমনে যাইতে ইচ্ছুক ।

ইহা শুনিয়া গেলামনের মাথা চক্কর দিলে সে বরাবরের ন্যায় তাহার সামনের দন্তকে বিকশিত করিয়া । বলিল জে আজ্ঞা: অতপর ইশ্বর বরাবর এপ্লিকেশন গেল । তিনি উহাতে সহস্তে দস্তখত করিয়া দিলেন এবং দপ্তর হইতে ওনার কেরানী সীল মারিয়া দিল । তাহা গেলমানের হাতে পৌছায়া দিয়া কহিল লও এক ঘন্টার জন্য অনুমতি পাইয়াছ । যাও নরক ভ্রমন করিয়া আসো।

জনাব ছাগু ইশ্বরের স্বাক্ষরকৃত এপ্লেকেশন লইয়া সোজ নরক বরাবর ছুটিয়া চলিল । তাহার চিত্ত চাঞ্ছল্য ঘটিতেছিল এই বার ব্যাটা নমসুদ্র আর সব আবাল, নাস্তিক গুলাকে দেখিয়া লইবে সে । দুনিয়া থাকিতে উহাদের যন্ত্রনায় তাহার নাক, কান সহ বিশেষ বিশেষ অঙ্গ হইত ধুয়া বাহির হইত । এখন সবাইকে দেখাইবে সে গেলমান লইয়া কত সুখে আছে । এমন সময় পথ চলিতে চলিতে নরকের বিশাল এক এল সিডি স্ত্রিনে তাহার নজর পরিল ওমা একি এযে মল্লিকা শেরওয়াত তাহার জেলাবী ভাই মার্কা ড্যান্স মারিতেছে আর নাস্তিককুল বসিয়া মজা লুটিতেছে ।

ইহা সে কস্মিনকালেও আশা করে না্ই । কত আশা আর স্বপ্ন সে স্বর্গে গিয়াছিল সেখানে গিয়া হুরদের সাথে কত কিছু করিবে । কিন্তু ইহা সে কি দেখিল! নাহ সে তক্ষনাৎ তার গেলামনের পশ্চাৎদেশে একখানা লাত্থি কষিয়া বলিল ব্যাটা সারা জীবন ফতোয়া জাড়ি করিয়া ইহকাল কাটাইয়া আসিয়াছি কি এই জন্য? এক্ষুনি ইশ্বর বরাবর এপ্লিকেশন কর আমি নরকে স্থায়ী আবাসন চাই । স্বর্গে আমি ফেরত যাইবো না। তাহার গেলমান বরাবরের ন্যায় দন্ত বিকশিত করিয়া বলিল: জে আজ্ঞা।

অতপর ইশ্বর বরাবর আবার এপ্লিকেশন গেল । ইশ্বর উহা দেখিয়া শুনিয়া স্বাক্ষর করিবার আগে বলিল যাহা চাইতেছে বুঝিয়া চাইতেছে তো । গেলমান তাহার দন্ত পূর্বরুপ বিকশিত করিয়া বলিল; জে আজ্ঞা। এদিকে ছাগু তাহার প্লান করিতেছিল যে নরকে গিয়া সে প্রথমে কার কার সাথে কি কি করিবে । আহ এপ্লিকেশন লইয়া গেলমান তাহার হাতে দিলে ।

উহা লইয়া ছাগু আনন্দে দুই পাক ঘুরিয়া বলিল, যা তুই বরং ঘুরে আয় আইজ হইতে তোর ছুটি । গেলমান অনুরুপ দন্ত বিকশিত করিয়া বলিল; জে আজ্ঞা। নরকের রক্ষীকে তাহার এপ্লিকেশন খানা দেখাইতে সে চোখ পাকাইয়া বলিল তবে রে ব্যাটা এই বলিল তাহার পশ্চাৎদেশে গোটা কয়েক ব্যাম্বো ডলা দিল। ছাগু ম্যাৎকার ধ্বনি করিয়া উঠিয়া বলিল; ইশ্বর, ইহা কি এল সিডিতে তো এর কোন বিবরন ছিলনা । ইশ্বর মুচকি হাসিয়া কহিলেন; বাছা ওটাতো ৫০০ বছর পর নরকের বিজ্ঞাপন বিরতি চলিতেছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.