লেখতাম কম, পড়তাম তারচে' বেশী। কমেন্টাইতাম তারচে'ও বেশী। ব্লগীয় যাদু টোনা বান ইত্যাদি হৈতে মডারেটর মহোদয়গনের কাছে "নিরাপদ" আশ্রয় কামনা করি। give somebody the benefit of the doubt :
to believe something good about someone, rather than something bad, when you have the possibility of doing either.
উদাহরন; After hearing his explanation, I was prepared to give him the benefit of the doubt.
বাংলা করলে দাড়ায় : কারো সম্পর্কে খারাপ কিছু বিশ্বাস না করে ভালো কিছু বিশ্বাস করা যদিও আমি ইচ্ছা করলেই খারাপটা বিশ্বাস করতে পারি।
ভাবানুবাদটা হৈতে পারে এইরকম: যদিও কারো সম্পর্কে খারাপ এবং ভালো দুই ধরনের ধারনা করে নেয়ার অধিকারই আপনার আছে তথাপি আপনি তার সম্পর্কে খারাপটা ভাবলেন্না বা তাকে বিশ্বাস করে দেখতে চাইছেন সে আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখে কিনা।
উদাহরন, তার ব্যাক্ষ্যা শোনার পর আমি তাকে "বেনিফিট অফ দ্যা ডাউট" দিতে তৈরী ছিলাম।
আবার
give somebody/something the benefit of the doubt :
to decide you will believe someone or something.
উদাহরন : People tell me I shouldn't trust him, but I'm willing to give Simon the benefit of the doubt and wait and see what he actually offers. কিংবা The American people are usually willing to give the government the benefit of the doubt.
বাংলা করলে দাঁড়ায় : কাউকে বিশ্বাস করবেন বলে সিদ্ধান্ত নেয়া। উদাহরন দেখলে ব্যাপারটা পরিস্কার হয়।
যদিও লোকে বলে যে তার উপর ভরসা করাটা আমার উচিৎ নয় তারপরেও আমার ইচ্ছা সায়মনকে "বেনিফিট অফ দ্য ডাউট" দেয়ার এবং দেখার যে সে এর কি প্রতিদান দেয়।
কিংবা, সাধারনত আমেরিকার লিকজন সরকারকে "বেনিফিট অফ দ্যা ডাউট" দিয়ে থাকে।
এতক্ষন যা লেখলাম তার অধিকাংশই নেটভিত্তিক অভিধান থেইকা সংগ্রহ করা। আমরা বুঝতে পারতসি যে বেনিফিট অফ দ্যা ডাউট একজন লোককে কোন দায়িত্ব বা কাজ দেওয়ার আগে "দেওয়া" যায়। ধরুন আপনি একটা মোবাইল ফোন বিক্রি করবেন। পত্রিকা বা বিজ্ঞপন দেখে আপনি একজন ক্রেতা খুঁজে পেলেন। আপনার মোবাইলের দাম ১০০০০ টাকা কিন্তু লোকটা আপনাকে বলছে যে তার কাছে এইমুহুর্তে ৫০০০ টাকা আছে এবং সে এইটাকা দিয়েই মোবাইলটা নিয়ে যেতে চায় আর বাকী টাকা সে আগামী সপ্তাহে বেতন পেয়ে আপনাকে দিয়ে যাবে।
লোকটাকে আপনি চেনেন না। কাজেই আপনি তাকে ঠগও ভাবতে পারেন আবার ভালো মানুষও ভাবতে পারেন। কিন্তু তার সংগে কথা বলে আপনার মনে হল, আচ্ছা... দেখি বিশ্বাস করে কি হয়। এইটাকেই বলে "বেনিফিট অফ দ্য ডাউট" দেওয়া।
এটা আপনি দিচ্ছেন কোন অঘটন ঘটার আগে।
লোকটা যদি বাকি টাকা আপনাকে না দেয় তবে আপনি হয়তো তাকে মাফ করে দিলেন কিন্তু সেটাকে "বেনিফিট অফ দ্যা ডাউট" বলা হবে না।
তাইলে হাজারো অঘটন ঘটানো নিমাই চন্দ্ররে আসলে কি দেওয়া হৈসে? এর ক্ষেত্রে বেনিফিট অফ দ্য ডাউট কথাটা আসে কি করে?
আরো একটা প্রশ্ন হৈল, তবে কি ভিখারুন্নিসার কুখ্যাত পরিমলও একই ধরনের সুবিধা পাইতে যাইতেসে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।