আমাদের কথা খুঁজে নিন

   

কাহরো জানা থাকলে সাহায্য করবেন প্লিজ, চাইলেই কি Western Union এ টাকা পাঠানো যায় ?

আমি চায়না থেকে ০১ থেকে ০৫ কেজি Sample হিসেবে কিছু প্রডাক্ট আনতে চাই. কিন্তু টাকাটা পাঠাব কিভাবে। জানি Western Union এ টাকা পাঠানো যায়। কিন্তু কোনদিন পাঠাই নি। কাহারো কি Practical Experience আছে, যিনি Western Union এ টাকা পাঠিয়ে Sample কালেকসন করেছেন? আর চাইলেই কি Western Union এ টাকা পাঠানো যায়? আমার জানা নেই কারো জানা থাকলে যানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।