হাতুড়ি মারা উচিত দেশ তো আজ ১৩০০ বছর এগিয়ে গেলো। কংগ্র্যাটস! যে অবাধ মেলামেশার জন্য খুব কাতর হয়ে গেছিলেন, সেটা আরও লাইফলাইন পেলো। আর কিছুদিনের মধ্যে বিলবোর্ডগুলোর দিকে তাকালেই অর্গাসম হয়ে যাবে, পর্নোগ্রাফি দেখা লাগবে না তরুণ সমাজের।
তবে শাহাদাত চত্বরে কিছু লোহিতকণা লোকচক্ষুর অন্তরালে অবরোধ চালিয়ে যাবে। তারা স্মরণ করবে তাদের রবের আর অপেক্ষায় থাকবে অনন্তর সেই বিচার দিবসের, যেদিন ফয়সালা হবে কুরআনের অবমাননা কে করেছিলো, আর কে ছিলো দীনের হেফাযতকারী।
এই শ্বাসরুদ্ধ হয়ে আসা শহরে আমরা কয়েকজন বন্ধক রাখলাম আমাদের সব অশ্রু আর আবেগ এই লোহিতকণিকাগুলোর কাছে। অর্থ নয়, খ্যাতি নয়, নারী নয় - এক বিপন্ন বিস্ময় কাজ করে যাবে অন্তরের চিলেকোঠায়। নিশ্চয় হৃদয় শান্তি খুঁজে পায় কেবল আল্লাহ্র স্মরণে। সেটুকুই আমাদের সম্বল, সেটুকুই চাওয়া। জীবনের শেষ দিনটিতেও যেনো বলতে পারি - ও আল্লাহ্, ভুল-ত্রুটি যাই ছিলো, আপনার ভালোবাসাতেই কাটিয়েছি জীবনটা।
আপনিই ছিলেন আমাদের ক্রাশ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।