আমাদের কথা খুঁজে নিন

   

তাইপে তে মেডিকেল ইন্টার্নের মৃত্যু, সময় এসেছে নতুন করে কিছু চিন্তা করার এবং মেডিকেল ইন্টার্ন দের প্রতি ঃ

আমি সত্যের এবং সুন্দরের পুজারী। কজন মানুষের সাথে হাসিমুখে মিষ্টি ভাষায় যারা কথা বলে তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা । আর যারা নিজেদের অনেক বড় ভাবে, তাদের প্রতি আমার রয়েছে করুণা । তাইপে টাইমস এর খবর অনুযায়ী , ২৫ বছর বয়সী মেডিকেল এর ছাত্র, লিন ইয়েং টিং কে গত সপ্তাহে টানা ৩৬ ঘন্টা কোন রকম বিশ্রাম ছাড়া কাজ করানোর পর মৃত পাওয়া গেছে। সে ছিল কাওসিয়াং মেডিকেল ভার্সিটির ছাত্র, এবং জাতীয় চেং কুং ভার্সিটি হাসপাতালে কর্মরত।

তার এ অকাল মৃত্যু কর্তৃপক্ষ কে মেডিকেল ছাত্র এবং ইন্টার্ন দের শ্রম ঘন্টা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে সম্ভবত। লিংক ঃ Click This Link বাংলাদেশের মেডিকেল ছাত্র এবং ইন্টার্ন দের প্রতি উপদেশ/ অনুরোধ ঃ প্রত্যেক টা মানুষের যে বিশ্রাম দরকার, নির্দিষ্ট সময় ঘুমানো দরকার, সেটা আপনাদের থেকে বেশি আর কে জানে ! বাংলাদেশের পরিপ্রেক্ষিতে , টানা ৩৬ ঘন্টা তো বটেই, কারো কারো টানা ৪২/৪৩ ঘন্টা কাজ করার ভয়াবহ অভিজ্ঞতা থাকতে পারে। একটা কথা মনে রাখবেন, যখন মনে করবেন, আপনার শরীর আর পেরে উঠতেছে না, তখন সি এ কে ম্যানেজ করবেন, আর পরবর্তী ডিউটির আগে পরিপূর্ণ বিশ্রাম নিন। মনে রাখবেন, আপনার বিশ্রামের প্রয়োজন টা আপনাকে বুঝতে এবং আদায় করে নিতে হবে। ভাল থাকবেন, ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।