কোন রকমে টিকে থাকা শেষ, বেঁচে থাকার শুরু.... ব্লগার বন্ধুগণ সময় আর অল্পক্ষণ আপনার মূল্যবান ভোট টি দিয়ে বাংলাদেশের উদ্ভাবন আন্তজার্তিক প্রতিযোগিতায় নির্বাচন করার ক্ষেত্রে ভূমিকা রাখুন। ভোট লিংক : Click This Link ইউটিউবে একাউন্ট খুলে কিংবা একাউন্ট সাইন ইন করে ভিডিও লাইক করার মাধ্যমে ভোট দিতে হবে। ভোট পরিসংখ্যান: আমরা সুন্দরবনকে পয়সা খরচা করে ভোট দিতে পারি। ইউটিউব একাউন্ট খুলে ভোট দিতে লাগে ৫ মিনিট। পাকিস্তান যেভাবে ভোট স্প্যামিং করে আগাচ্ছে মনে হচ্ছে সবগুলা উদ্ভাবন তাদের ই নির্বাচন হবে। আমরা ব্লগার রা কি এর জন্য কিছুই করতে পারবো না? প্রত্যেক ব্লগার বন্ধুরা যদি নিজে অন্তত একটি ভোট এবং অন্য কে ৩ টি ভোট দিতে বলেন বাংলাদেশ কি এগিয়ে যাবেন না? আমার আগের পোস্টেও বলেছি প্রতিযোগিতাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন তাদের কাছে বিষয়টা হতে পারে অনুপ্রেরণার। গতকাল এটিএন নিউজে আসা খবরের লিংক: Click This Link প্রতিযোগিতার নাম: গ্লোবাল ইনভেশন থ্র সায়েন্স এন্ড টেকনোলজি [Global Innovation through Science and Technology (GIST) initiative http://gist.crdfglobal.org/ আন্তজার্তিকভাবে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনমূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তাদের এই কর্মসূচীর নাম GISTech-I Competition.] প্রকল্পের নাম: 1 Antenna Serves as 20 or more উদ্ভাবক: আজহারুল হক, সভাপতি, অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।