আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যালেন্টাইনস ডে স্পেশাল: বয়স বাড়ার সাথে সাথে কি প্রেম-ভালোবাসার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গী পাল্টে যায়?



আমার এক প্রতিবেশী বন্ধুর ছোটভাই তার বড়ভাইয়ের মত বাবা-মার পছন্দ করা পাত্রীকে বিয়ে না করে বিয়ে করতে চাচ্ছে তার দীর্ঘদিনের প্রেমিকাকে। অথচ তার মা কিছুতেই ছেলের পছন্দের মেয়েকে ঘরে তুলবে না। ছেলেটি তার মাকে অনেক অনুরোধ করেছে একটিবার তার প্রেমিকার সাথে কথা বলে দেখতে তাকে ভালো লাগে কিনা। কিন্তু তার মা অনড়। তার ধারণা ছেলেটি সিদ্ধান্ত নিতে ভুল করতে পারে, কিন্তু তার সিদ্ধান্ত ভুল হতে পারে না! অথচ তিনি নাকি ছেলের প্রেমিকাকে চোখেও দেখেননি।

আজ আমার মায়ের সাথে ঘটনাটি শেয়ার করতেই জানলাম আরেক অদ্ভুত ঘটনা। আমার আলোচ্য বন্ধুর মা নাকি বন্ধুর বাবাটিকে বিয়ে করার জন্য রীতিমত অনশনও করেছেন। শেষে তিনি পালিয়ে এসে বিয়ে করেন তার প্রেমিককে। ঘটনাটি তখন এলাকায় ব্যাপক আলোড়ন তুলেছিল। তবে কি তিনি প্রেমের বিয়েতে নিজে সুখী হতে না পেরে এর বিরোধীতা করছেন? মা এবং বন্ধু উভয় সোর্স থেকেই জানলাম তারা বেশ সুখী দম্পতি।

তাহলে কি বয়স বাড়ার সাথে সাথে প্রেমের ব্যাপারে মানুষের ধারণা পাল্টে যায়? নাকি প্রেমিকাকে বিয়ে করলে ছেলের ওপর থেকে নিয়ন্ত্রণ কমে যাবে, মায়েদের অবচেতনে এই ভীতি কাজ করে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.