অদেখাকে দেখার ইচ্ছা,অজানাকে জানার ইচ্ছা। ব্লগার ভাইদের আমার সালাম। আগে একটা প্রশ্নের উত্তর দেন,আপনাদের মধ্যে কারা মধ্যপ্রাচ্য তথা সউদি,দুবাই,ওমান,কুয়েত,কাতার ইত্যাদি দেশে থেকেও যেকোনো ওয়েবসাইট অথবা যেকোনো ইন্টারনেট এপ্লিকেশন ব্যাবহার করতে পারেন? অনেকেই পারলেও বেশির ভাগ উত্তর কিন্তু পারিনা হবে। তখন পিসির সামনে বসে চুল ছিঁড়া আর বাদশাদের গালাগালি করা ছাড়া আর কোন উপায়ই আমাদের থাকেনা। দেখা যায় কোন আত্মীয় বা বন্ধুর সাথে স্কাইপি বা ইয়াহু মেসেঞ্জার দিয়ে কথা বলবেন,কিন্তু এগুলোর সবই ব্লক করা।
অথবা কোন গুরুত্বপূর্ণ সাইটে ভিজিট করতে চাচ্ছেন কিন্তু সেটাও ব্লক। তো আমি আজকে আপনাদের ব্লব কিভাবে এই সমস্যা থেকে পরিত্রান পাবেন। এই সমস্যার সবচাইতে ভাল সমাধান হচ্ছে ভিপিএন। ভিপিএন কি সেটা অন্ন একদিন বলা যাবে। ইন্টারনেট এ সার্চ করলে আপনি হাজারো ভিপিএন কম্পানি পাবেন।
কিন্তুউ এদের মধ্যে খুব কম কোম্পানি ফ্রি তে তাদের এই সার্ভিস ইউজ করতে দেয়। আবার ফ্রি খুজতে খুজতে হয়রান হয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকেনা। তাই আমি আপনাদেরকে কয়েকটা ফ্রি ভিপিএন সফটওয়্যার দিব জার মাধ্যমে আপনি আপনি নিশ্চিন্তে নেট ইউজ করতে পারেন কোন বাধা ছাড়া। সেই সাথে দেখিয়ে দিব কিভাবে এই সার্ভিস আপনি আপনার পিসিতে সেটআপ দিবেন।
প্রথমেই পেকেতিক্স নামের একটা ভিপিএন এর নাম বলব যা জাপান নেটওয়ার্ক ভিত্তিক।
তারা পেইড ভিপিএনের সাথে ফ্রি ভিপিএন ও দিয়ে থাকে। তো চলুন শুরু করা যাক কিভাবে তাদের ফ্রি ভিপিএন ববহার করবেন।
প্রথমেই আপনাকে তাদের ভিপিএন ক্লায়েন্ট সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এইখান থেকে ডাউনলোড করুন । এবার ডাউনলোড সফটওয়ারটি আপনার পিসি তে ইন্সটল করুন।
এখন আপনার ভিপিএন কনফিগারেশন ফাইলের দরকার পরবে। এইখান থেকে ডাউনলোড করুন । ফাইলটি আপনার ডেস্কটপে কপি করে রাখুন। এবার প্রথমে ইন্সটল করা সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটা মেসেজ দিবে "do u want to create virtual network adapter?" আপনি ইয়েস করুন।
যদি এই ধরনের মেসেজ না আশে তাহলে কোন সমস্যা নাই। আপনি create a new vpn connection ক্লিক করুন। তখন অই মেসেজটি আসবে। ইয়েস করেন। আপনার ইচ্ছেমত virtual network adapter নাম দিন।
virtual network adapter ক্রিয়েট হতে কিছু সময় লাগবে ততখন পর্যন্ত অপেক্ষা করুন।
এবার উপরে চলে যান। উপরের ট্যাব থেকে connect ক্লিক করুন পরে import vpn connection setting ক্লিক করুন। আপনার দ্বিতীয় যে ফাইলটি ডাউনলোড করলেন সেটাকে ব্রাউস করে সিলেক্ট করে দিন।
৯৫% কাজ শেষ।
এবার আবার উপরের connect ট্যাবে ক্লিক করুন পরে এবং connect করুন। ২ ৩ সেকেন্ড অপেক্ষা করুন। একটি নতুন উইন্ডো আসবে। সেখানে একটা লাইসেন্স এগ্রিমেন্ট দেখতে পাবেন। এগ্রি করুন।
ব্যাস আপনি এখন ভিপিএনের সাথে যুক্তও। ইচ্ছেমত ব্রাউস আর সব কিছু চালান।
আপনি যদি কোন সফটওয়্যার ইউজ করতে প্রস্তুত না থাকেন তার সমাধানও আপনার জন্য আছে। সেটি হল পিপিটিপি ভিপিএন কানেকশন। এর জন্য আপনার সার্ভার নেম,ইউজার নেম আর পাসওয়ার্ড এর দরকার হবে।
এই সার্ভার নেম,এইজার নেম আর পাসওয়ার্ড সেই সাথে কিভাবে এই ভিপিএন ইউজ করবেন টা জানতে আমার এইব্লগে ভিসিট করেন। প্রতিদিন নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড আপডেট করা হবে আমার এই ব্লগে। আমার ব্লগ ।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।