আমাদের কথা খুঁজে নিন

   

৫ মিনিটের অনুভূতির কথা ,অন্ধকারের কথা,নিস্তব্ধতার কথা

বলব ৫ মিনিটের অনুভূতির কথা ,অন্ধকারের কথা,নিস্তব্ধতার কথা । এক ভাইয়ের ইনভাইটে "গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড [অন্ধকারে নিমজ্জন অত:পর একটি রক্তস্নাত জন্ম]" যোগ দিয়েছিলাম প্রোফাইল পিকচার ব্লাক করলাম কিন্তু খারাপ লাগল অনেকে করে নাই এমনকি আয়োজকদের ও কেউ কেউ । ঘুমানোর আগপর্যন্ত অথবা বিদ্যুৎ না গেলে নিজ ইচ্ছায় কখনো ঘরের বাতি অফ করছি কিনা ঠিক মনে নাই । গতকাল করেছি ! অনুভূতি ঠিক বলতে পারব না আমারটা বাদ দেই অন্য একজনের টা বলি আমার "মা" । মা সাধারণত কোন দিবস নিয়ে ঠিক চিন্তা ভাবনা করে না ।

দিবস আসে যায় আম্মুর কাছে বিজয় দিবস মানে আমাদের আনন্দ আর খিচুরি রান্না সবাই মিলে খাওয়া । ২১ ফেব্রুয়ারি মানে ছোটো করে বানান শহীদ মিনারে গাছ থেকে তুলে ফুল দেওয়া । লাইট বন্ধ করলাম ,মনিটর অফ করলাম আম্মু বলল হটাৎ কি হল সব অফ করলি? আমি বিস্তারিত বললাম না শুধু বললাম তুমি বুঝবা না কাল ২৬সে মার্চ তাই এটা আমাদের একটা কর্মসূচী ৫ মিনিট সব অফ এমনকি কথা বলাও । আমাকে অবাক করে দিয়ে আম্মু চুপ হয়ে গেল ৭ মিনিট এর মাথায় বলল শেষ হল ? আমি ঘড়ি দেখি নাই, দেখে বললাম শেষ ,"আম্মু বলল তোরা অনেক বুঝিস আমরা এমন ভাবে কখনো ভাবি নাই !! ঘরে মনে হয় কেউ ছিল !" আমার আর কিছু বলার নাই । আমার শুধু ওই সময়ে মনে হচ্ছিল বাইরে হানাদার দারিয়ে আছে আলো জ্বাললেই গুলি করবে ।

গভীর শ্রদ্ধার সাথে সাথে স্মরন করছি সেইসব শহীদ দের যাদের রক্তের বিনিময়ে আজ বলতে পারছি এই দেশ টি আমার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।