আজকাল প্রায় প্রতি রাতে
কবিতার সফেদ কাগজ হয়ে যায় মোম
অনুভূতিগুলো ভোঁতা পেন্সিলের মতন
মুখ থুবড়ে পরে থাকে তারি পাশে।
আর আমি প্রিয় ভাঁড়ারের খোঁজে
কার্তিকের একা চাঁদের পাশে গিয়ে বসি
আর খুজি সেই অন্ধ কানা গলি
যেই পথে সর্বগ্রাসী ইঁদুরের
আছে আসা যাওয়া, তবু মড়কের পথে
যদি মরনেরে যায় পাওয়া।
তারপর হঠাৎ ভোজবাজির মত চুপসে যায় চাঁদ
সম্মুখে আমার বাসী বিছানার উতলা প্রপাত
উন্মত্ত মাতাল আমি সবটুকু ব্যার্থতার ভার
শূণ্যে ছুঁড়ে দিয়ে দেই ঝাঁপ
কীটসের আঙ্গুর ফলে আমিও কামড় বসাই সজোড়ে
এবং পুরটুকু করি একবারে গলধঃকরণ।
আজকাল প্রায় প্রতি রাত শেষ হয় এইভাবে
এইভাবে প্রতিটি নতুন সূর্য ওঠার আগে, তার সরস জিহবা
আমার শুকনো ঠোঁট চেটে বলে
তৃপ্তির ঢেঁকুরের চেয়ে কাব্যিক তৃষ্ণার্ত হাহাকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।