যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। যেন বেহেস্তীয় হুর পরি মোর কাজিনের মেয়ে নাম ওর সালমা বালিকা বয়সেই মা হারায় সালমা কাজিন হারায় তার স্ত্রী বছর না পেরুতেই কাজিন ঘরে আনে নতুন বউ সালমা পায় স্বতীন মা স্বতীন মায়ের নির্যাতণে সালমার স্কুল বন্ধ হয় চিরতরে কাজিন ব্যাস্ত হয় সালমাকে পরের বাড়ী দিবার কবুল বলে সালমা যায় শ্বামীর ঘরে কয়েক মাস পর বর্বর,পশু শ্বামী সালমার নিকট যৌতক দাবী করে সালমা যৌতক দিতে অপারগ হয়, তার শশুর,শাশুরী,শ্বামী মিলে সালমার গায়ে আঘাতের পর আঘাত করে পরের দিন শশুর,শাশুরী সালমার মুখে ধরে কাথা চেপে পাষণ্ড,হিংস্র শ্বামী কষে বসে সালমার বুকে বিদায় নেই সালমা এই পৃথিবী থেকে, সালমার মৃত্যু সংবাদ আসে যখন মোর কানে মোর প্রাণ কাঁপিয়া ওঠে থরথর প্রভূকে বলে মোর মন,তোমি মিথ্যা, যদি তোমি সত্য হইবেই প্রভূ, তোমার সৃষ্টিকোল পাপ করিত না কভূ, তোমার সৃষ্টি প্রাণ হারাত না প্রাণ অন্য প্রাণের হাতে, তোমি মিথ্যা,মিথ্যা,মিথ্য তোমি ভন্ড,ভন্ড,ভন্ড, যদি তোমি সত্য হইবেই প্রভূ, তোমার সম্মুখে প্রাণ দুঃখ ভোগে, প্রাণকে-প্রাণ কতল করে তব কেন তোমি নিশ্চুপ থাক বসে? আবার বল তোমি আছ সকল জীবের অন্তরে, তবে কি তোমিই সকল জীবের অন্তরে বসে সব পরিচালিত কর? তবে তোমি বিচার করবে কার? তোমি মিথ্যা,মিথ্যা,মিথ্য তোমি ভন্ড,ভন্ড,ভন্ড। যেদিন শুনিবে এই প্রাণ এই ধরায় কোন প্রাণ দুঃখ ভোগে না, কোন নারী ধর্ষণ হয়না কোন নারী তার শ্বামীর হাতে নির্যাতণ হয়না কোন নারীকে তার শ্বামীর হাতে প্রাণ দিতে হয় না কোন সন্তান তার মা-বাবার মুখে পানে চোখ তুলে না কোন মানুষই কোন জীবকে অবহেলা করবে না কোন মানুষের হাতে কোন জীব প্রাণ হারাবে না কোন মানুষই অন্য জীবের মাংশ ভক্ষণ করবে না, কোন মানুষই তোমার নামে পশু বলি বা জবেহ করবে না, তোমি জীবের দুঃখে দুঃখ ভোগবে, তোমি জীবের রক্ত দেখে হাউমাউ করে কাঁদবে, সকল মানুষই তোমাকে ভেবে সকল জীবকে সম্মান,শ্রদ্ধা,ভক্তি করবে,ভালবাসবে, বুঝবে সেদিন এই প্রাণ তোমি সত্য,সত্যই প্রভূ। হে প্রভূ,তোমি তোমার সততা প্রমান কর, এই জগত দুঃখ মুক্ত কর এই প্রাণ তোমার সততা চাই এই প্রাণ জগতের দুঃখ মুক্তি চাই, যেদিন শুনিবে এই প্রাণ এই ধরায় কোন প্রাণ দুঃখ ভোগে না মানীবে সেদিন এই প্রাণ তোমি সত্য,সত্যই প্রভূ,নচেত মানীব, তোমি মিথ্যা,মিথ্যা,মিথ্য তোমি ভন্ড,ভন্ড,ভন্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।