আমাদের কথা খুঁজে নিন

   

শব্দভূক জ্যোৎস্নায় ইশ্বর কিংবা বজ্রপাতে ভীত লোকের কবিতা

জীবনের জন্যই এই সব কথামালা প্রারম্ভিকাঃ এখানে একটি ইশ্বর বিষয়ক অনুভূতির কবিতা কিংবা কবিতা প্রচেষ্ঠা অথবা অকবিতা দেয়া আছে। আস্তিক হিসেবে নিজেকে জাহির করার জন্যে নয়। এই ধরনের বিশ্বাস-অবিশ্বাস তর্ক বরাবরই অপছন্দ করি। এক বিকেলে শিশু হাসপাতালে একটা দৃশ্য কিংবা কতিপয় ধারনার লিপিবদ্ধ করার প্রয়াস মাত্র। পরের দুটো ও এমন, প্রিয় ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডো আঘাতে হানার পর আকাশে বিজলী দেখে ভয়ে থাকা এবং পরবর্তীতে অন্য প্রেক্ষিতে আরেকটি লেখা।

১. হাসপাতালগুলোতে চোখ কান খোলা রাখলেই মনে হয়, ইশ্বর আছেন। খুব করে আছেন, মানুষের প্রার্থনায় - চিকিৎসকের ছুঁড়ি কাচির লড়াইয়ে। ইশ্বর আছেন, মানুষের জীবন-মৃত্যু নিয়ে বিচিত্র রকমের খেলায়, ইশ্বর আছেন নবাগত শিশুর পৃথিবী দেখার বিস্ময়ে, একজন পৌঢ় বৃদ্ধার রক্তের ধারা আগামী পৃথিবী দেখার সম্ভাবনায়, স্বপ্নপূরণের হাসিতে। । ইশ্বর আছেন ব্যথাতুর মায়ের কোলজুড়ে শুয়ে ইশ্বর আছেন জন্মান্ধ বাবার অলৌকিক চোখে, ইশ্বর আছেন দু হাতের মুষ্ঠিবদ্ধ প্রার্থনায় - ইশ্বর আছেন পা ফসকে যাওয়া মানুষের সর্বাঙ্গে।

ইশ্বর আছেন বলেই ক্রমঃশ খাদে পড়া মানুষগুলো আগামী গুনে, ইশ্বর আছেন বলেই পৃথিবীতে মানুষ অবিরাম স্বপ্নের ফর্দ বুনে। । ২. আজকাল আকাশ চমকালেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে কেয়ামতের ক্ষণ বুঝি এই শুরু হয়ে যায়, ভুল করেও যদি আকাশে তাকাই আর চোখে পড়ে আগুন আলো আমি ভাবতে থাকি মিকাইলের হুংকার বুঝি এলো এই। রাস্তার ভাজে যাদের নিয়ত ঘুম দেখে অভ্যস্ত চোখ, আজকাল গুটিসুটি হয়ে শুয়ে থাকা অসহায় মানুষ দেখলেই ভাবি - মুহুর্ত দূরে থাকা ভঙ্গুর পৃথিবী শুরুতেই ছিনিয়ে নিয়েছে এদের সব। মেঘের গর্জন শুনলেই অপেক্ষা বাড়ে, মাগরিবের আজান বুঝি এলো এই কেনো আমি পড়ে আছি এই মিথ্যে ব্যস্ততায়, জীবন যেখানে দেখছে শেষ? আজকাল শেষের ধ্বনি বড্ড কানে বাজে, কিছুতেই ছাড়াতে পারছি না।

। ৩. আমাদের শব্দভুক রাতে কোন পাখি উড়ে ওই জ্যোৎস্নার পথ ধরে? খানিক পথ পেড়িয়ে ক্লান্ত হবার ভঙ্গি করে গুনে চলে পাতার কাপন। তুমি শুনো অবিরাম বয়ে চলা নদীর গল্পপাঠ, অর্ধ দেহ খুয়ে গেছে যার, খানিক এগোলেই আমাদের চোখে পড়বে গৃহহীন মানুষের বিচিত্র ধারা। আপাতঃত ওপথে আমরা কেউ যাবো না, এখন কবি হবার সময়... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।