আমাদের কথা খুঁজে নিন

   

টরেন্টোর কিছু বাঙালি দোকানপাট

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে টরোন্টো শহরের মূল বাঙালি কম্যুউনিটি ড্যানফোর্থ এলাকায়। এখানে ভিক্টোরিয়া সাবওয়ে স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই বাংলা টাউন। নতুন ইমিগ্রেন্টরা এখানে এসে মোটামুটি সব কিছু সহজে পায়: বাঙালি লোকজন, দোকানপাট, ডাক্তার, সহজ যাতায়ত। অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হওয়া মাত্রই লোকজন এই এলাকা থেকে হিজরত করে। আর বিপুল সংখ্যক লোকজন, যারা অড জব, শিক্ষা লোন ওসাপ আর সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে..তারা মোটামুটি কানাডিয়ান জীবনটা পার করে দেয় এই এলাকাতে। এখানে কয়েকটি বড় বড় এপার্টমেন্ট কমপ্লেক্স আছে বাঙালি অধুষ্যিত--ক্রিসেন্ট টাউন, ডেন্টনিয়া পার্ক, ম্যাসি স্কোয়ার (একটু পয়সাওয়ালারা এখানে থাকে), ফামের্সী এপার্টমেন্ট ইত্যাদি। ছারপোকা, তেলাপোকা আর নোংরা আশপাশ অনেক বাসারই কমন সমস্যা এখানে। যারা এখান থেকে হিজরত করেন আর একটু ভালো এলাকাতে, তারাও এখানে আসেন--বাজার করতে, দেশে টাকা পাঠাতে, ট্যাক্স ফাইল করতে, দেশী নাটক-বই পত্র কিনতে ইত্যাদি। এই ড্যানফোর্থ এভিনিউয়ের কিছু দোকানপাটের ছবি দিলাম। সবই গুগুল থেকে নেয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।