আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে ভুলে যাওয়া নবান্ন উৎসবের শুভেচ্ছা

আজ ১ অগ্রহায়ণ ১৪১৮ সন। বাঙালির ঐতিহ্যবাহী, অসাম্প্রদায়িক ও মাটির সঙ্গে চির বন্ধনযুক্ত নবান্ন উৎসবে মেতেছে গ্রাম বাংলার কৃষক সমাজ। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। "নবান্ন" শব্দের অর্থ "নতুন অন্ন"। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব।

আমরা হয়ত সভ্যতার চরম উৎকর্ষে থেকে ভুলতে বসেছি হাজার বছরের বাঙালী সংস্কৃতি আর ঐতিহ্যকে। যাই হোক সবাইকে জানাই নবান্নের হিমেল শুভেচ্ছা আর সেই কৃষক/কৃষাণীকে জানাই প্রানঢালা অভিবাদন,যাদের কস্ট আর ঘামে ফলিত নতুন ধানের গন্ধে মৌ মৌ করছে বাংলার গ্রামান্চল। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায় হয়তো মানুষ নয় - হয়তো বা শাঁখচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিঁকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গীর ঢেউ এ ভেজা বাংলারি সবুজ করুণ ডাঙ্গায়।

আবার আসিব ফিরে{জীবনানন্দ দাস}  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.