আমার ছবি তুলার অনেক শখ কিন্তু ভাল ক্যামেরা কিনার টাকা আসে নাই। টাকা আসলে ও অন্য কাজ করে ফেলি। এইসব ছবি গুলা তুলেছি সাধারণ মানের ডিজিটাল ক্যামেরা দিয়ে। ছবি গুলা কেমন হইছে আর কারও টিপস দেয়ার থাকলে দিয়া যান। ১। এই ছবিটা আমার গ্রামের। আমাদের বাড়ির পাশের একটা পুকুর থেকে তোলা ২. আমাদের বাড়ির পাশের পুকুর থেকে তোলা ৩. মেঘনা নদী ৪. মেঘনা নদী ৫. মেঘনা নদী ৬. মেঘনা নদী ৭. হোটেল রেডিসনের সামনে ৮. ঢাকায় আমাদের বাসার পাশে ৯. মেঘনা নদী ১০. মেঘনা নদী ১১. মেঘনা নদী ১২. আমার ঘরের বারিন্দা থেকে ১৩. গাজীপুর ১৪. ঢাকায় আমাদের বাসার পাশে ১৫. ঢাকায় আমাদের বাসার পাশে ১৬. গুলশান আজাদ মসজিদ ১৭. ঢাকায় আমাদের বাসার পাশে ১৮. ঢাকায় আমাদের বাসার পাশে ১৯. ঢাকায় আমাদের বাসার পাশে ২০. ঢাকায় আমাদের বাসার পাশে চাইলে আমার ফটোস্ট্রিমে ঘুরে আসতে পারেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।