আমাদের কথা খুঁজে নিন

   

রূপ সাগরের মাঝি

নারী জাতি শাড়ি পড়ে রূপের তুলে ঢেউ রূপ সাগরের মাঝি আমি পার হবে কি কেউ? বৈঠা আমার ছোট্ট অতি জলের উপর বাস সারা জীবন দোল খেলিয়া হচ্ছে সর্বনাশ। নারীর প্রতি ভক্তি আমার ভগবতের গীত তবু আমি রূপের টানে হচ্ছি বিপরীত। যাই ডুবে যাই হঠাৎ আমি রূপের কারিশমায় বৈঠা আমায় নেয় বাচিঁয়ে আমার সীমানায়। পূর্নিমাতে চাঁদের আলো ছিঁচকা চোরের মত একটু বাড়ায় একটু আবার মেঘের কাছে নত। তারচে ভাল মাঝি আমি রূপ সাগরে থাকি শাড়ি দিয়ে নারীর দেহে রূপের ছবি আঁকি। 15.11.2011


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।