আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে হরতাল মুবারক! ২৭-২৮ তারখিরে হরতাল কিভাবে সেলিব্রেট করা যায়?

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com সবাইকে হরতাল মুবারক! এই ফালুদা হরতাল এখন আমার কাছে মনে হয় শ্রেফ ফাতরামি। গাড়ি পোড়ানো, মানুষ হত্যা, জনজীবন অতিষ্ট করে অর্থনৈতিক চাকা স্থব্ধ করে দিয়ে কাদের জন্য এই হরতাল ? যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য নাকি ক্ষমতায় যাবার খায়েসে? এতই যখন মহব্বত, এতই যখন ......... টাডায়, তাহলে খোলা ময়দানে গিয়ে অনশন করতে সমস্যা কোথায়? সাধারন পাবলিককে কষ্ট দেয়া কেন? ভাড়া করে হাজার হাজার লোক প্ওায়া যায় সাময়িক উত্তেজনা সৃষ্টি করার জন্য। শান্তিপূর্ণ অনশন শুরু করে দেখুন, কতজন সাথে থাকে? সরকারের উচিত অনতিবিলম্বে জনগনের স্বার্থে আইন করে হরতাল নিষিদ্ধ করা। আর যতদিন হরতাল নিষিদ্ধ না হচ্ছে, ততদিন আমার মত ম্যাংগো পিপল যারা আছেন তারা একটু ভিন্ন আঙ্গিকে পরবিার পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে প্রতিটি হরতাল সেলিব্রেট করতে পারেন। এদিকে কিন্তু নিজেই বুঝে উঠতে পারছি না, কিভাবে আগামী দুইদিনের হরতাল সেলিব্রেট করবো? কারো কোন সাজেশান থাকলে প্লিজ জানিয়ে দিন।

একটি ইংরেজি প্রবাদ থেকে আমার এই হরতাল সেলিব্রেট করার ইচ্ছা জাগছে। প্রবাদটি বাংলা করলে যা দাড়ায় - “যখন কেউ তোমাকে ধর্ষন করতে এগিয়ে আসবে, তাকে সর্ব শক্তি দিয়ে প্রতিহত করো। আর যদি শক্তিতে না পারো, তবে বিষয়টা উপভোগ করাই শ্রেয়। " আমরা ইচ্ছে করলেই পারি আমাদের রাজনৈতিক সংকট নিরশনের লক্ষে বিশ্বে সর্ব প্রথম গনতন্ত্রের মোটা চাদর দিয়ে মুড়ে রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং শরীয়া আইন একসাথে চর্চা করতে। আরো জানতে নিচের লিংকে ক্লিক করুন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে প্রয়োজন সংবিধান সংশোধন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.