টেন্ডুলকারের শততম শতকের জন্য অপেক্ষা ক্রমশই দীর্ঘ হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রানে আউট হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টেন্ডুলকার ভক্তরা আশায় ছিলেন, হয়তো কলকাতাতেই ইতিহাস গড়া ইনিংসটি খেলতে পারবেন শচীন। কিন্তু এবারও সমর্থকদের হতাশ করলেন লিটল মাস্টার। কলকাতা টেস্টের প্রথম ইনিংসে তিনি সাজঘরে ফিরেছেন ৩৮ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ২৬৯ রান। ৮৬ রান করে উইকেটে আছেন দ্রাবিড়।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকেন চলেছেন দুই ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। উদ্বোধনী জুটিতে মাত্র ১২ ওভারেই তাঁরা যোগ করেন ৬৬ রান।
এরপর শেবাগকে সাজঘরে ফিরিয়ে উইন্ডিজকে প্রথম উইকেটটি এনে দেন ড্যারেন স্যামি। ৩৩ বলে ৩৮ রানের ইনিংস খেলে ফিরে যান শেবাগ। দ্বিতীয় উইকেটে আবার ৮৩ রানের জুটি গড়ে ভারতকে শক্ত ভিত্তি গড়ে দেন আরেক ওপেনার গম্ভীর ও রাহুল দ্রাবিড়। দলীয় ১৪৯ রানের মাথায় আউট হন গম্ভীর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।