ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া পৃথিবীর কোন এক ছোট বনে বাস করে শিয়াল, কুকুর আর মুরগী। সেই বনে শুধু শিয়াল, কুকুরের শাসন।
শিয়াল আর কুকুর নির্বাচিত হয় মুরগীদের ভোটে আর বন পরিচালনা করে।
যখন শিয়াল বন শাসন করে, তখন মুরগী হয় শিয়ালের শিকার।
তখন কুকুর, মুরগির সাথে যোগ দিয়ে বলে - শিয়ালের শাসন, মানি না , মানব না ।
যখন কুকুর বন শাসন করে, তখনও মুরগী হয় কুকুরের শিকার।
তখন শিয়াল, মুরগির সাথে যোগ দিয়ে বলে - কুত্তার শাসন, মানি না , মানব না
তার মানে, শিয়াল আর কুত্তা একই স্বভাবের । মাঝ খান থেকে মুরগীর দল পড়ে থাকে চিপায় । আর আাশায় থাকে, কবে মোরগ আসবে ।
বিঃ দ্রঃ এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক।
কারও চরিত্রের সাথে মিলে গেলে লেখক দায়ী নয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।