আমাদের কথা খুঁজে নিন

   

বার্লুসকোনির পদত্যাগ, আবারও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি; খোকনের মুক্তি- আর আমাদের পথ চেয়ে থাকা

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... ভিন্ন ভিন্ন কয়েকটি খবর... বার্লুসকোনির পদত্যাগ, রোমজুড়ে উল্লাস 'ভাঁড়-ভাঁড়'- এ উল্লাস ধ্বনির মধ্যে সিলভিও বার্লুসকোনির পদত্যাগ 'উদযাপন' করছে ইতালীয়রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এ ধনকুবের অর্থনৈতিক সঙ্কট কাটাতে ব্যর্থতা নিয়ে চাপের মুখে সরে দাঁড়ালেন। মুক্ত খোকন লোকমানের কবর জিয়ারতে দুই মামলায় জামিন নিয়ে রোববার দুপুরের পর কারাগার থেকে বেরিয়ে আসেন খোকন। তিনি নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে সাংবাদিকদের বলেন, "সত্যের জয় হয়েছে, জনতার বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। " লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতেদ চেয়েছিলো।

তবে লোকমানের ভাইয়ের করা মামলায় তাকে আসামি না করার পর আদালত খোকনকে অব্যাহতি দেয়। গাড়িভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক চলছে গত ১০ নভেম্বর প্রতি লিটার ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েলের দাম পাঁচ টাকা করে বাড়ানো হয়। জ্বালানির দাম বাড়ানোর ফলে যানবাহনের ভাড়া বাড়াবে হবে কি না- জানতে চাওয়া হলে সরাসরি উত্তর না দিয়ে মন্ত্রী দুপুরে বলেন, "সর্বাত্মক চেষ্টা করবো জনগণের ভোগান্তি যেন কম হয়। দাম বাড়ার বিষয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্তই নেওয়া হবে। " ভাড়া বাড়ানোর ব্যাপারে বাস মালিক ও শ্রমিক সমিতির দাবি রয়েছে বলে জানান তিনি।

আবুল হোসেন বলেন, "এসব দাবির বিষয়ে কী করা যায় বিকেলে বসে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় যাত্রী কল্যাণ সমিতি ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের রাখা হবে। " নিজেকে ভোক্তার পক্ষের লোক দাবি করে মন্ত্রী বলেন, "আমি নিজেও একজন ভোক্তা। তাই আমার মূল লক্ষ্য হলো কনজ্যুমারস যেন কম এফেক্টেড হয়। " >> এই যে নিত্য তামাশা ! এই যে নিত্য সহ্য করার নামে আত্মার পীড়ন, সব সয়ে যাবার নামে এই যে প্রবঞ্চনা, প্রতারণা, মিথ্যাচারিতা নিয়ত আম জনতার সাথে, তাতে করেও রাজনীতিবিদ নামক দু'পেয়ে জীবগুলোর কি কোন অনুভূতি হয়??? সভ্য সমাজে তারা স্বেচ্ছায় বা জনদাবী প্রবল হলে , ভ্যার্থতার যখন দৃশ্যমান হয়ে ওঠে আত্ম মর্যাদার নূন্যতম দায়নিয়ে তারা পদত্যাগ করে।

আর আমাদের বেহায়া ভাড় মন্ত্রীরা হাসে! আর সব ভাড়ের নিয়ন্তারা যেন কিছূ হয়নি!! ভেবে তাদের নিয়েই করে হাসিমূখে বসবাস!! আর আমজনতার বেঁচে থাকা! মরে যেতে পারেনা বলেই !!! আমাদের এই পথ চেয়ে থাকা শেষ হবে কবে?? ভাড়দের থেকে মুক্তি দিন কি খুব দূরে????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।